Main Menu

কসবায় অজ্ঞাত মহিলার লাশ উদ্ধার, বাসের মুখোমুখি সংর্ঘষে চালক নিহত,২০যাত্রী আহত

+100%-

কসবা প্রতিনিধি:: ব্রাহ্মণবাড়িয়ার কসবা থানার পিছনে কল্যাণ সাগর থেকে অজ্ঞাত ৫০ বছরের এক মহিলার লাশ তিন দিন পর উদ্ধার করেছে থানা পুলিশ এবং কুমিল্লা সিলেট মহা সড়কের ব্রাহ্মণবাড়িয়ার কসবার সৈয়দাবাদ নামক স্হানে  বাসের সামনা সামনি সংর্ঘষে ১ চালক নিহত,২০যাত্রী আহত হওয়ার সংবাদ পাওয়া হেছে।১৬ মার্চ শনিবার দুপুরে উপরোক্ত ঘটনাটি ঘটেছে।

কসবা থানার অফিসার ইনচার্জ মো:আব্দুল মালেক জানান; শনিবার দুপরে অঞ্জাত নামা মহিলার লাশ ৩ দিনর পর উদ্ধার করা হয়েছে এবং বাসের মুখোমুখি সংর্ঘষে ১ চালক নিহতসহ কিছু বাসের যাত্রী আহত হওয়ার কথা তিনি স্বীকার করেন।