আইনমন্ত্রী আনিসুল হকের অসুস্থ মা ও মন্দবাগে ১৬ জন ট্রেন যাত্রীর মৃত্যুতে মিলাদ-দোয়া অনুষ্ঠিত
কসবা প্রতিনিধি:: আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হকের মাতা জাহানারা হক অসুস্থ। এবং মন্দবাগ ট্রেন দূর্ঘটনায় নিহদের আত্বার শান্তি কামনা করে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত।
আজ শুক্রবার জুম্আমা নামাজের পর আড়াইবাড়ি দরবার শরীফের বড় জামে মসজিদে কসবা পৌরসভা কতৃক আয়োজিদ মিলাদ ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন,কসবা পৌর মেয়র এমরান উদ্দিন জুয়েল,কসবা উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মো:মনির হোসেন,কসবা উপজেলা প্রেসক্লাব সভাপতি খ,ম হারুনুর রশীদ ঢালী, কসবা থানা কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি সফিকুল ইসলাম ভূইয়া রগুু, সাবেক ইউপি মেম্ববার আব্দুল বারেক,কসবা পৌর কাউন্সিলর আবু ছাইয়েদ ও
কসবা উপজেলা ছাত্রলীগের আহবায়ক আফজাল হোসেন রিমন,কসবা পৌর যুবলীগের সাথারণ সম্পাদক রতন সরকার প্রমুখ।
আইনমন্ত্রীর মাতা জাহানারা হক গত শনিবার রাতে তাঁর বনানীর বাসভবনে হার্ট অ্যাটাক ও স্ট্রোকে আক্রান্ত হন। ওই রাতেই তাকে রাজধানীর অ্যাপোলো হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি অ্যাপোলো হাসপাতালের আইসিইউ-তে (ইনটেনসিভ কেয়ার ইউনিট) চিকিৎসাধীন রয়েছেন। জাহানারা হকের সুস্হ্যতা ও ট্রেন দূর্ঘটনায় নিহত ১৬ জনের জন্য দোয়া কামনা করা হয় । দোয়া পরিচালনা করেন আড়াইবাড়ি দরবারের পীরজাদা হযরত মাওলানা গোলাম সারোয়ার সাঈদী।
« মহিলা মাদ্রাসা শিক্ষা বোর্ড ব্রাহ্মণবাড়িয়ার উদ্যোগে ৭ম কেন্দ্রীয় পরীক্ষার পুরস্কার বিতরণী অনুষ্ঠান ও সাধারণ সম্মেলন অনুষ্ঠিত (পূর্বের সংবাদ)
(পরের সংবাদ) বাকপ্রতিবন্ধী যুবককে কুপিয়ে হত্যা »