১২ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অভিযানে ফেনসিডিল, হুইস্কি, ক্যান বিয়ারা এবং স্কোপ উদ্ধার
৩০ এপ্রিল ২০১৬ তারিখ ১২ বর্ডার গার্ড ব্যাটালিয়ন, সরাইল কর্তৃক দিনভর অভিযান পরিচালনা করে ৩২ বোতল ফেনসিডিল, ২৬ বোতল হুইস্কি, ক্যান বিয়ার ১৬ টি এবং স্কোপ ২৬ বোতল আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
৩০ এপ্রিল ২০১৬ তারিখ সকাল ১০ টায় আজমপুর সীমান্ত ফাঁড়ীর হাবিলদার মোঃ রেজাউল করিম এর নেতৃত্বে আখাউড়া উপজেলার চানপুর সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করে ২৬ বোতল স্কোপ, ক্যানবিয়ার ১৬ বোতল এবং ১০ বোতল হুইস্কি আটক করেছে বিজিবি জওয়ানেরা। অপরদিকে একটি পৃথক অভিযান পরিচালনা করে সিংগারবিল সীমান্ত ফাঁড়ীর নায়েব সুবেদার মোঃ মুজিবুর রহমান এর নেতৃত্বে আখাউড়া উপজেলার কাশিনগর সীমান্ত এলাকা থেকে ১৬ বোতল হুইস্কি এবং ৩২ বোতল ফেনসিডিল আটক করেছে বিজিবি সদস্যরা। এ অভিযান পরিচালনার সময় কাউকে আটক করতে পারেনি বিজিবি।
এ ব্যাপারে ১২ বিজিবি’র অধিনায়ক লেঃ কর্ণেল শেখ ফরহাদুজ্জামান এর সাথে যোগাযোগ করা হলে তিনি মাদক আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।