Main Menu

১২ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অভিযানে ফেন্সিডিল এবং DEXACORT, CYPROHGET TABLET উদ্ধার

+100%-

bgb29316অদ্য ২৮ মার্চ ২০১৬ তারিখ ১২ বর্ডার গার্ড ব্যাটালিয়ন, সরাইল কর্তৃক রাতভর অভিযান পরিচালনা করে ২২৪ বোতল ফেনসিডিল এবং DEXACORT, CYPROGET TABLET ৫০০ টি ট্যাবলেট আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

রাত আনুমানিক ১টায় আলীনগর সীমান্ত ফাঁড়ীর হাবিলদার মোঃ কামরুজ্জামান এর নেতৃত্বে বিজয়নগর উপজেলার কাঞ্চনপুর এলাকা বিশেষ অভিযান পরিচালনা করে ২২৪ বোতল ফেনসিডিল আটক করেছে ঐ সীমান্ত ফাঁড়ির বিজিবি জওয়ানেরা।

অপরদিকে কাজিয়াতলী সীমান্ত ফাঁড়ীর জুনিয়র কর্মকর্তা মোঃ আলী আরশাদ এর নেতৃত্বে কসবা উপজেলার বউমোড়া এলাকায় অভিযান পরিচালনা করে গত রাতে DEXACORT, CYPROGET TABLET ৫০০ টি ট্যাবলেট জব্দ করেছে বিজিবি সদস্যরা।

এ ব্যাপারে ১২ বিজিবি’র অধিনায়ক লেঃ কর্ণেল শেখ ফরহাদুজ্জামান এর সাথে যোগাযোগ করা হলে তিনি ফেনসিডিল এবং ট্যাবলেট আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।






Shares