১২ বর্ডার গার্ড ব্যাটালিয়নের মাদকবিরোধী অভিযান অব্যাহত :: ফেনসিডিল উদ্ধার
প্রেস বিজ্ঞপ্তি:: অদ্য ০৫ সেপ্টেম্বর ২০১৬ তারিখ ১২ বর্ডার গার্ড ব্যাটালিয়ন, সরাইল এর অধীনস্থ গংগাসাগর সীমান্ত ফাঁড়ীর হাবিলদার মোঃ মাহফুজুর রহমান এর নেতৃত্বে ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া উপজেলার আজমপুর রেল ষ্টেশন এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে মাদক পাচারের কথা জানতে পেরে গত রাত সাড়ে ৩টায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে ১৮০ বোতল ফেনসিডিল, ৪০ বোতল স্কফ, এবং ২ কেজি গাঁজা উদ্ধার করেছ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
এছাড়া সকাল ৮ টায় বিজয়নগর উপজেলার মেরাশনি এলাকায় সিংগারবিল সীমান্ত ফাঁড়ীর নায়েক মোঃ সেলিম রেজার নেতৃত্বে অপর একটি বিশেষ অভিযানে ৩০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। আটককৃত এইসব মাদকের আনুমানিক মূল্য ১,০৫,৪০০/-। তবে বিজিবি কর্তৃক পরিচালিত অভিযানে কাউকে আটক করা সম্ভব হয়নি।
« বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর ব্যাক্তির উড়োজাহাজ বচন! ‘এয়ার ফোর্স ওয়ান’ (পূর্বের সংবাদ)