আখাউড়া প্রতিনিধি : সারা দেশে একই সময়ে প্রাথমিকের সমাপনী পরীহ্মার বৃত্তির ফলাফল প্রকাশিত হয়েছে। ইসরাত জাহান ইতি ২০১৮সালের সমাপনী পরীক্ষায় আখাউড়া পৌরশহরের ঐতিহ্যবাহী তারাগন সরকারী প্রাথমিক বিদ্যালয় থেকে সাধারন গ্রেডে বৃত্তি পেয়েছে।তার বাড়ি পৌরশহরের তারাগন গ্রামে।তাছাড়া মায়েশা ও আলাল মিয়া সহ আরো দুজন সাধারন গ্রেডে বৃত্তি পায় এবছর এ বিদ্যালয় থেকে।ইসরাত জাহান ইতির বড় ভাই ইমন মিয়া তার ছোট বোনের জন্য সকলের কাছে দোয়া কামনা করেন।