শনিবার আখাউড়া স্থলবন্দর বন্ধ থাকবে
জাতীয় শোক দিবস ও ভারতের প্রজাতন্ত্র দিবস উপলক্ষে শনিবার দেশের অন্যতম বৃহৎ ও শতভাগ রফতানিমুখী ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে সকল প্রকার পণ্য আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ থাকবে। তবে দু’দেশের পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে বলে জানা গেছে।
আখাউড়া স্থলবন্দরের সহকারী রাজস্ব কর্মকর্তা মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, জাতীয় শোক ও ভারতের প্রজাতন্ত্র দিবস উপলক্ষে শনিবার আখাউড়া স্থলবন্দর দিয়ে সব ধরনের পণ্য-আমদানি রফতানিসহ বন্দরের কার্যক্রম বন্ধ থাকবে। তবে বন্ধের সময় দু’দেশের পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে। রোববার সকাল থেকে পুনরায় পণ্য আমদানি-রফতানিসহ বন্দরের সকল কার্যক্রম শুরু হবে।প্রেস রিলিজ
« নাসিরনগরে মা ও সন্তানের রহস্যজনক মৃত্যু (পূর্বের সংবাদ)
(পরের সংবাদ) দিন বদলের কর্মসূচির প্রধান মাধ্যমই হলো ব্যবসা বাণিজ্য সম্প্রসারণ করা–সিনিয়র বাণিজ্য সচিব »