আখাউড়ায় ৫ ভারতীয় নাগরিক আটক
আখাউড়া উপজেলার ঘাগুটিয়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের সময় নারী ও শিশুসহ ৫ ভারতীয় নাগরিককে আটক করেছে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) সদস্যরা। আটককৃতরা হল ভারতের শীলচর জেলার সোনারুট থানার রাঙ্গাখাড়ী গ্রামের শুকদেব দাস (৬৫), প্রণয় দাস (২৬), জবা দাস (৪৫), বিশু দাস ও রাজশ্রী দাস (৭)। এসময় তাদের সাথে থাকা ৪ বাংলাদেশীকেও আটক করা হয়।
বিজিবি সূত্র জানায়, ৫ ভারতীয় নাগরিক আখাউড়া উপজেলার ঘাগুটিয়া সীমান্ত এলাকার ২০২৮ মেইন পিলারের ২০-২৫ গজ দুর দিয়ে ভারতে প্রবেশ করার সময় ঘাগুটিয়া সীমান্ত ফাঁড়ির টহলরত বিজিবি সদস্যরা তাদেরকে আটক করে।
বিজিবি-১২ ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক মোঃ তাছলিম উদ্দিন পিএসসি ভারতীয় নাগরিক আটক হওয়ার সত্যতা নিশ্চিত করেছেন।
আটককৃতদের আখাউড়া থানা পুলিশ বৃহস্পতিবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া আদালতে প্রেরণ করে।
« আখাউড়ায় তিন চোর আটক (পূর্বের সংবাদ)
(পরের সংবাদ) আখাউড়ায় ৫ ভারতীয় নাগরিক আটক »