Main Menu

দ্বিতীয় দফায় চাল গেল ভারতের ত্রিপুরায়

+100%-


ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে সোমবার দুপুরে ট্রানজিট মাশুল বিহীন দ্বিতীয় দফা চাল গেল ভারতের ত্রিপুরায়। আখাউড়া স্থলবন্দরের সহকারী কমিশনার (শুল্ক) নিতিশ বিশ্বাস বন্দর দিয়ে ভারতে চাল যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

আখাউড়া স্থলবন্দরের কাষ্টমর্স সূত্র জানায়, আশুগঞ্জ নৌ-বন্দর থেকে ৪টি ট্রাকে করে ৭২ টন চাল সকাল ৭ টায় আখাউড়া স্থলবন্দরে আসে। পরে, বন্দরের শুল্ক বিভাগের কার্যক্রম শেষে ছাড়পত্র দিলে দুপুর সাড়ে ১১ টায় চালগুলো ত্রিপুরায় প্রবেশ করে। চাল পরিবহনে বাংলাদেশের ট্রাক ব্যবহার করা হয়।

সূত্র আরো জানায়, ভারতের আসাম রাজ্যের লামডিং-শিলচর রেলপথে মেরামত কাজ চলতে থাকায় ভারতের ত্রিপুরাসহ উত্তর-পুর্বাঞ্চলীয় রাজ্যগুলোতে খাদ্যপণ্য পরিবহনের জন্য ভারত সরকারের অনুরোধে দুই দেশের নৌ-প্রটোকল চুক্তির আওতায় সাময়িক এ ট্রানজিট শুরু হয়েছে। নৌ প্রটোকল চুক্তির আওতায় এবং মানবিক কারণে এই ট্রানজিট মাসুলবিহীন সুবিধার আওতায় রাখা হয়েছে। এর আগে গত আগস্ট মাসে প্রথম দফায় ৫ হাজার টন চাল এ বন্দর দিয়ে ত্রিপুরায় যায়।






Shares