আখাউড়ায় উদয়ন এক্সপ্রেস ট্রেন লাইনচ্যুত ॥ সোয়া ৪ ঘন্টা ট্রেন চলাচল বন্ধ
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় চট্টগ্রামগামী আন্তঃনগর উদয়ন এক্সপ্রেসের একটি বগি লাইনচ্যুত হয়েছে। এ ঘটনায় সিলেট-চট্টগ্রাম রেলপথে সোয়া ৪ ঘন্টা ট্রেন চলাচল বন্ধ থাকে। দুর্ঘটনায় সংশ্লিষ্ট বগির ২৪ যাত্রী আহত হয়। এতে অন্তত এক কিলোমিটার রেললাইনের ক্ষতি হয়। ঘটনাটি ঘটেছে রবিবার ভোর রাত সাড়ে ৫টায়।
আখাউড়া রেলওয়ে জংশন স্টেশন ও সংশ্লিষ্ট একাধিক সূত্র জানায়, রবিবার ভোর রাত পাঁচটার দিকে চট্টগ্রামগামী আন্তঃনগর উদয়ন এক্সপ্রেস ট্রেনটি আখাউড়া রেলওয়ে উচ্চ বিদ্যালয়ের সামনে আসার পর এর পাওয়ার কারের এক্সেল ভেঙ্গে যায়। এ অবস্থায়ই ট্রেনটি প্রায় এক কিলোমিটার দূরে আখাউড়া রেলওয়ে জংশনে গিয়ে থামে। স্টেশন থামার সময় ট্রেনটির মাঝামাঝি পাওয়ার কার লাইনচ্যুত হয়ে যায়।
পরে মেরামত শেষে সকাল নয়টার দিকে ট্রেনটি পাওয়ার কারটি ছাড়াই আখাউড়া রেলওয়ে জংশন ত্যাগ করে।
এ ব্যাপারে আখাউড়া রেলওয়ে জংশনের উর্ধ্বতন উপ-সহকারি প্রকৌশলী (পথ) মোঃ রুহুল আখতার খান জানান, দুর্ঘটনার কারণে পাঁচটি পয়েন্ট ও রেললাইন ক্ষতিগ্রস্থ হয়। খবর পেয়ে লাইন মেরামত করে ট্রেন চলাচলের উপযোগী করে তোলা হয়।
এ ব্যাপারে আখাউড়া রেলওয়ে জংশনের সুপারিনটেনডেন্ট মোঃ মোতালেব হোসেন জানান, দুর্ঘটনার কারণে সিলেটগামী কুশিয়ারা ও ঢাকাগামী তিতাস কমিউটার আখাউড়া স্টেশনে আটকা পড়ে। দুর্ঘটনার পর পাওয়ার কারটি রেখে উদয়ন এক্সপ্রেস চট্টগ্রামের দিকে যাত্রা করে।