আখাউড়ায় মাজার পরিচালনা কমিটি গঠিত
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া পৌরশহরের খড়মপুর এলাকার শাহ সৈয়দ আহাম্মদ গেছুদারাজ (রঃ) প্রকাশ্য শাহপীর কল্লা শহীদ (রঃ) মাজার শরীফের নতুন কমিটি গঠিত হয়েছে। গত ১২ সেপ্টেম্বর সন্ধ্যায় মাজার শরীফের সভাকক্ষে ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক ও কমিটির সভাপতি ডঃ মোশাররফ হোসেনের উপস্থিতিতে গোপন ভোটে সাধারণ সম্পাদক ও সহ সাধারণ সম্পাদক নির্বাচিত হয়। নির্বাচিত সাধারণ সম্পাদক হলো মোঃ রুহুল আমিন খাদেম ও সহ সাধারণ সম্পাদক মোঃ দেলোয়ার হোসেন খাদেম। এর আগে গত ২৯ আগস্ট মাজার কমিটির সাধারণ সদস্য নির্বাচন অনুষ্ঠিত হয়। আগামী তিন বছর এই কমিটি মাজার পরিচালনায় নিয়োজিত থাকবে।
মাজার কমিটি সূত্রে জানা গেছে, গঠনতন্ত্র অনুযায়ী ২৩ সদস্য বিশিষ্ট কমিটির সভাপতি ও সহ সভাপতির দুটি পদে যথাক্রমে জেলা প্রশাসক ও আখাউড়া উপজেলা নির্বাহী অফিসার দায়িত্ব পালন করেন। খড়মপুর গ্রামের সাধারণ খাদেমদের ভোটে ২১ জন সদস্য নির্বাচিত হন। নির্বাচিত সদস্যরা তাদের পছন্দ অনুযায়ী একজন সাধারণ সম্পাদক ও একজন সহ সাধারন সম্পাদক নির্বাচন করে থাকেন।