আখাউড়ায় স্কুল ছাত্রীকে ছুরিকাঘাতকারি দুই যুবক গ্রেপ্তার
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় অপহরণে ব্যর্থ হয়ে স্কুল ছাত্রীকে ছুরিকাঘাতের ঘটনায় দায়ের করা মামলার দুই আসামীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত সোমবার রাতে পৌর এলাকার দুর্গাপুরের নিজ নিজ বাড়ি থেকে মোঃ ফরহাদ-(২০) ও মোঃ সাদ্দামকে-(২১) গ্রেপ্তার করা হয়।
এদিকে স্কুল ছাত্রী ইফতির প্রবাসী পিতা মোঃ আশারুল ইসলাম মোবাইল ফোনে জানান, ভয়ে তাঁর মেয়ে নানার বাড়ি হবিগঞ্জের মাধবপুরে অবস্থান করছে। কিন্তু সেখানেও সে নিরাপদ নয়। গত সোমবার দুপুরে মামলার প্রধান আসামীসহ কয়েক যুবক মাধবপুরের ওই বাড়িতে যায়। তারা মামলা তুলে নেওয়ার জন্য হুমকি দিয়ে আসে।
এ ব্যাপারে মামলার তদন্তকারি কর্মকর্তা আখাউড়া থানার এস.আই মোঃ নুরুল ইসলাম বলেন, ‘মামলার দুই আসামীকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। প্রধান আসামী পলাতক থাকায় তাকে গ্রেপ্তার করা সম্ভব হচ্ছে না।
উল্লেখ্য, আখাউড়া রেলওয়ে উচ্চ বিদ্যালয়ের ছাত্রী ইফতিকে গত ২০ আগস্ট ছুরিকাঘাতে আহত করা হয়। এ ঘটনায় এলাকায় মানববন্ধনসহ বিক্ষোভ হয়েছে।