Main Menu

ইবোলা ভাইরাস প্রতিরোধে আখাউড়ায় সীমান্তে সর্তক অবস্থা

+100%-


ইবোলা ভাইরাস প্রতিরোধে ব্রাক্ষণবাড়িয়ার আখাউড়া চেকপোষ্ট সর্তক অবস্থায় রয়েছে। ভাইরাস বহনকারি যাতে বাংলাদেশে প্রবেশ করতে না পারে সে ব্যাপারে পদক্ষেপ গ্রহন করছে ইমিগ্রেশন পুলিশ ও ব্রাহ্মণবাড়িয়া স্বাস্থ্য বিভাগ। ডা. রায়হান উদ্দিন ভুইয়ার নেতেৃত্বে ৬ সদ্যসের মেডিকেল টিম ভারত থেকে আসা পাসর্পোটধারীদের স্বাস্থ্য পরিক্ষা করছেন। ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশের বিশেষ শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাইনুউদ্দিন জানান, ইবোলা ভাইরাস প্রতিরোধে আখাউড়া চেকপোষ্ট এলাকায় কড়া নজরধারিসহ ইমিগ্রেশন সর্তক অবস্থায় রয়েছে। ব্রাহ্মণবাড়িয়ার ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. শওকত হোসেন  জানান ৬ সদ্যসের মেডিকেল টিম ভারতীয় পাসর্পোটধারী যাত্রীদের ভাইরাস আত্রান্ত কিনা স্বাস্থ্য পরিক্ষা করছে। তবে আজ বৃহ¯হপ্রতিবার পর্যন্ত ভাইরাস আক্রান্ত কাউকে পাওয়া যায়নি।






Shares