Main Menu

স্কুলের চেয়ার টেবিলে ময়লা লেপন, পাঠদান বন্ধ

+100%-


সংবাদদাতা : আখাউড়া উপজেলার আমোদাবাদ প্রাথমিক বিদ্যালয়ের দুইটি শ্রেণী কক্ষে ময়লা দিয়ে চেয়ার টেবিল ও বেঞ্চে লেপে দিয়েছে দুর্বৃত্তরা। এ কারণে ওই স্কুলে মঙ্গলবার কোন পাঠদান হয়নি। এ নিয়ে ওই বিদ্যালয়ে দুই বার রাতের আধারে ময়লা দিয়েছে। চুরিও হয়েছে দুইবার। এ নিয়ে অভিভাবকরা শংকায় রয়েছে।
জানাগেছে, উপজেলার আমোদাবাদ প্রাথমিক বিদ্যালয়ে সোমবার দিবাগত রাতে বিদ্যালয়ের বেড়া কেটে দুর্বৃত্তরা ভেতরের প্রবেশ করে ময়লা দিয়ে দুইটি শ্রেণী কক্ষের চেয়ার টেবিল বেঞ্চ ও ব্লাক বোর্ডে লেপে দেয়। এতে স্কুলের কোন পাঠদান হয়নি। এ বিদ্যালয়ের ৫ মাস পূর্বে বিদ্যালয় পরিচালনা পরিষদের কমিটি গঠন করা হয়। এর পর থেকে ওই বিদ্যালয়ে ২ বার ময়লা ও ২ বার চুরির ঘটনা ঘটেছে। এতে করে অভিভাবকরা শংকায় রয়েছে।
ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক দিলীপ কুমার দেবনাথ বলেন, সকালে স্কুলে এসে দেখি বেড়া কাটা। তালা খুলে ভেতরে প্রবেশ করে দেখা যায় দুইটি শ্রেণী কক্ষের চেয়ার টেবিল বেঞ্চ ও ব্লাক বোর্ডে লেপে দেয় হয়েছে। এ অবস্থাতেই ক্লাশ করা সম্ভব হয়নি। আগেও এই জাতীয় ঘটনা ঘটেছে। চুরি হওয়ার পর থানায় অভিযোগও দেয়া হয়েছে। এরপরও এ সব ঘটনা থেমে নেই।
আখাউড়া উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আবদুল হাই বলেন, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।



« (পূর্বের সংবাদ)



Shares