অবশেষে ধর্মঘট প্রত্যাহার, রবিবার থেকে আমদানি-রপ্তানি চালু
আগরতলা বন্দরে পার্কিং করলে জরিমানা করার প্রতিবাদে ভারতীয় ব্যবসায়িদের অনির্দিষ্টকালের জন্য ডাক দেয়া ধর্মঘট অবশেষে প্রত্যাহার করা হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে বন্দর কর্তৃপক্ষ ও ব্যবসায়ীদের বৈঠকের পর ৫ দিন ধরে চলা এ ধর্মঘট প্রত্যাহার করা হল।
আখাউড়া বন্দরের সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশসের সাধারন সম্পাদক মনির হোসেন বাবুল আগরতলা স্থলবন্দরের আমদানি-রফতানি এ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মনিষ বিশ্বাস হাবুল এর বরাত দিয়ে জানান, আজ দুপুরে আগরতলা বন্দর কর্তৃপক্ষের সাথে আলোচনা ফলপ্রসু হওয়ায় এ ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে। তবে সাপ্তাহিক ছুটি থাকায় শুক্রবার ও পবিত্র শবে বরাত উপলক্ষে শনিবার বন্দর বন্ধ থাকায় রবিবার হতে কার্যক্রম স্বাভাবিক হবে। উল্লেখ্য, গত রবিবার থেকে আগরতলা বন্দরে ট্রাক পার্কিং করলে ৫ হাজার ভারতীয় রুপি জরিমানা করার সিদ্ধান্তে অনির্দিষ্টকালের ধর্মঘট আহবান করে আগরতলা আমদানী-রপ্তানীকারক এসোসিয়েশন।