আখাউড়া স্থল বন্দর দিয়ে আমদানী-রপ্তানী বন্ধ
প্রতিনিধি : আগরতলা স্থল বন্দরে গাড়ি পার্কিংয়ে অতিরিক্ত টাকা আদায় করার প্রতিবাদে ভারতের ব্যবসায়ীদের ঢাকা ধর্মঘটে আখাউড়া স্থল বন্দর দিয়ে তিন ধরে আমদানী রপ্তানী বন্ধ রয়েছে। ট্রাক পার্কিয়ের জটিলতার অবসান না হওয়া পর্যন্ত দুই দেশের বাণিজ্য অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে বলে তারা ঘোষণা দিয়েছে। ব্যবসায়ীদের অভিযোগ আগরতলা স্থল বন্দরে ট্রাক পার্কিংয়ের জায়গা খুবই ছোট। নির্দিষ্ট জায়গার বাইরে ট্রাক পার্কিং করলেই পাঁচ হাজার টাকা জরিমানা দিতে হয়। এই জরিমানার অর্থ কখনও কখনও দ্বিগুন ও হয়। ট্রাফিক পুলিশ যার থেকে যেমন খুশি জরিমানা আদায় করে। এই অবস্থা দীর্ঘ দিন ধরে চলছে। অথচ ব্যবসায়ীদের ট্রাক পার্কিং করা ছাড়া কোন উপায়ই নাই। ট্রাক মালিক থেকে শুরু করে আমদানী রপ্তানীর সঙ্গে যুক্ত ব্যবসায়ীরা নানা ক্ষতির সম্মুখীন হচ্ছেন। ল্যান্ড পোর্ট অথরিটি অব ইন্ডিয়ার নানা অযোক্তিক সিদ্ধান্তেও ব্যবসায়ীদের লোকসান বহন করতে হচ্ছে। যেমন সিমেন্ট ভর্তি ট্রাক বাংলাদেশ থেকে এনে স্থল বন্দরের কেন্দ্রীয় গোডাউনে একবার আনলোড করতে হয়। একদিন বা দুই দিন পর সেই সিমেন্ট আবার ভারতীয় ট্রাকে লোড কর হয়। এতে লোডিং আনলোডিং খরচ অনেক বেড়ে গেছে এবং সময়ও বেশি লাগছে। অথচ ট্রাক থেকে ট্রাকে লোডিং আনলোডিং হলে খরচ ও সময় কম লাগতো। ব্যবসায়ীরা দীর্ঘ দিন ধরে দাবী জানিয়ে আসছে কিন্তু সমস্যার সমাধান হচ্ছে না। বরং কর্তৃপক্ষের এই সিদ্ধান্তে ভারত বাংলাদেশ দুই দেশেই পণ্য ট্রাকের জ্যাম লেগে থাকে। এতে ট্রাক ও মালিকদের লোকসান গুণতে হচ্ছে।
আখাউড়া আমদানী-রপ্তানীকারক এসোসিয়েশনের সভাপতি রাজীব ভূইয়া জানান, ভারতীয় ব্যবসায়ীদের ধর্মঘটে রবিবার সকাল থেকে কোন পণ্য আমদানী-রপ্তানী হয়নি। তবে আজ আখাউড়ায় আটকে পড়া কিছু পণ্য রপ্তানী হয়েছে। সমস্যা সমাধান না হওয়া পর্যন্ত নতুন কোন পণ্য গ্রহণ করবে না বলে ভারতীয় ব্যবসায়ীরা জানিয়েছে।