সাড়ে ৪ ঘণ্টা পর চট্টগ্রামের সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক
ডেস্ক :: শুক্রবার রাত পৌনে ৮টার দিকে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া-গঙ্গাসাগর স্টেশনের কাছে একটি কনটেইনার ট্রেনের বগি লাইনচ্যুত হয়ে চট্টগ্রামের সঙ্গে ঢাকা, সিলেট, ময়মনসিংহের ট্রেন চলাচল বন্ধ ছিল প্রায় সাড়ে চার ঘণ্টা। পরে রাত ১টা নাগাদ উদ্ধারকাজ শেষ হয় এবং আবারো চট্টগ্রামের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ শুরু হয়।
দুর্ঘটনার কারণে ঢাকা থেকে চট্টগ্রামগামী আন্তঃনগর মহানগর গোধূলি, চট্টগ্রাম থেকে ময়মনসিংহগামী নাসিরাবাদ এক্সপ্রেসসহ বেশ কয়েকটি ট্রেন বিভিন্ন স্টেশনে আটকা পড়ে।
আখাউড়া রেলওয়ে জংশন সূত্র জানায়, ঢাকা থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী একটি কনটেইনার ট্রেন আখাউড়ার গঙ্গাসাগর এলাকায় হাওড়া ব্রিজের কাছে লাইনচ্যুত হয়। ট্রেনটির একটি বগির দুটি চাকা লাইন থেকে সরে গেলে দুর্ঘটনাটি ঘটে। দুর্ঘটনার পরপর চট্টগ্রামের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়।
« বিজয়নগরে চলচ্চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত (পূর্বের সংবাদ)
(পরের সংবাদ) আজ নাসিরনগর থানার নতুন ভবনের ভিত্তিপ্রস্থর স্থাপন »