আখাউড়ায় পাঁচ ঘন্টা বন্ধ থাকার পর ট্রেন চলাচল স্বাভাবিক
প্রতিবেদক :: ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় মালবাহী কনটেইনার ট্রেন লাইনচ্যুত হয়ে ঢাকা-চট্টগ্রাম এবং চট্টগ্রাম-সিলেট রেলপথে প্রায় ৫ ঘন্টা ট্রেন চলাচল বন্ধ থাকার পর বিকালে সাড়ে ৪ টার দিকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
বুধবার সকাল সাড়ে ১১টার দিকে আখাউড়ার গঙ্গাসার রেলস্টেশনে এ ঘটনা ঘটে।
আখাউড়া লোকোসেড ইনচার্জ মোঃ মহসিন জানান, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা একটি মালবাহী কনটেইনার ট্রেন শায়েস্তাগঞ্জ জংশনে যাচ্ছিল। আখাউড়ার গঙ্গাসাগর রেলস্টেশনের আউটার ট্রেনটির একটি বগির ৪টি চাকা লাইনচ্যুত হয়।পরে খবর পেয়ে আখাউড়া জংশন থেকে একটি উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে পৌছে উদ্ধার কাজ শুরু করে। বিকেলে সাড়ে ৪ টার দিকে উদ্ধার কাজ শেষ হলে পুনরায় ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
« বাতাসচালিত মোটরসাইকেল (পূর্বের সংবাদ)
(পরের সংবাদ) নাসিরনগরে বিএনপির নির্বাচনী সর্বশেষ জনসভা অনুষ্টিত »