আখাউড়া শহীদ স্মৃতি ডিগ্রী কলেজের কম্পিউটার ল্যাবে চুরি
প্রতিবেদক : আখাউড়া শহীদ স্মৃতি ডিগ্রী কলেজের কম্পিউটার ল্যাবে চুরির ঘটনা ঘটেছে। এতে ল্যাবের ৪টি মনিটর ও একটি ইউপিএস খোয়া গেছে। গত শুক্রবার রাতের কোন এক সময় অজ্ঞাত চুর কম্পিউটার ল্যাবের দরজার তালা ভেঙ্গে এগুলো নিয়ে গেছে। এ ঘটনায় আখাউড়া থানায় একটি সাধারণ ডাইরী করা হয়েছে।
জানা গেছে, শনিবার সকালে কলেজের এমএলএসএস ম্ক্তুা কলেজের পরিস্কার পরিচ্ছন্নতা কাজ করার এক পর্যায়ে কম্পিউটার ল্যাবের দরজার তালা আটকানোর হেন্ডেল ও তালা ভাঙ্গা দেখতে পায়। বিষয়টি সে কলেজের অন্যান্য কর্মচারীদের জানালে তারা কম্পিউটার ল্যাবের ভেতরে প্রবেশ করে দেখতে পায় ল্যাব থেকে ৪টি মনিটর ও একটি ইউপিএস চুরি হয়ে গেছে। এসময় ল্যাবের ভিতরে একটি প্লাস ও ছুরি পাওয়া যায়।
আখাউড়া শহীদ স্মৃতি ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্য আব্দুল গাফফার খান বলেন, কম্পিউটার ল্যাব প্রায় সময়ই বন্ধ থাকে। প্র্যাকটিকেল করার সময় ইনস্ট্রাকটর ল্যাব খুলে প্র্যাকটিস করান। গত বৃহস্পতিবার কলেজ ছুটির পর অন্যান্য কক্ষের ন্যায় ল্যাবের দরজায় তালা দিয়ে বন্ধ করে যাওয়া হয়।
তিনি জানান, কলেজের নৈশ প্রহরী আব্দুর নুর ঘুমিয়ে পড়ায় এ ব্যাপারে সে কিছু বলতে পারছে না।