টানা অবরোধ আর হরতালের কারণে স্হবির আখাউড়া স্থলবন্দর ।লোকসান হচ্ছে ব্যবসায়ীদের
মো.শফিকুল ইসলাম : টানা অবরোধ আর হরতালের ব্যাপক প্রভাব পড়েছে ব্রাক্ষণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরে।পরিবহন ব্যবস্থায় অচলাবস্থার সৃষ্টি হওয়ায় অধের্কে নেমে এসেছে স্থল বন্দরের আমদানি-রফতানি কার্যক্রম। এতে সরকার যেমন রাজস্ব হারাচ্ছে তেমনি ব্যাপক লোকসানের মুখে পড়েছে বন্দরের ব্যবসায়ীরা।বর্তমানে আখাউড়া স্থল বন্দর দিয়ে মাছ রপ্তানী ও দু’দেশের যাত্রী পারাপার স্বাভাবিক রয়েছে।
স্থলবন্দর সূত্রে জানা গেছে,দেশের একমাত্র রপ্তানী নির্ভর আখাউড়া স্থল বন্দর দিয়ে প্রতিদিন প্রায় কোটি টাকার বিভিন্ন পন্য রপ্তানী করে থাকে ব্যবসায়ীরা।গত কয়েক মাস যাবত টানা অবরোধের কারণে ভারতের ব্যবসায়ীদের চাহিদা মোতাবেক পন্য রপ্তানী করা সম্ভব হচ্ছে না।বিশেষ করে সিলেট অঞ্চল থেকে পাথর সংগ্রহ করে প্রতিদিন শত শত ট্রাক পাথর ভারতের ত্রিপুরা রাজ্যে রপ্তানী করা হয়।কিন্ত অবরোধের কারণে সিলেট থেকে পাথর পরিবহন করা সম্ভব হচ্ছে না।্এতে করে পাথর রপ্তানী শূণ্যের কোটায় নেমে এসেছে।
আখাউড়া স্থলবন্দর সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মনির হোসেন বাবুল জানান,অবরোধ আর হরতালে আখাউড়া স্থল বন্দরে ব্যাপক প্রভাব পড়েছে।বিগত সময়ে যেখানে প্রতিদিন এক লাখ ডলারেরও বেশী পন্য রপ্তানী করতো ব্যবসায়ীরা সেখানে বর্তমানে ৫০/৬০ হাজার ডলারের বেশী পন্য রপ্তানী করা সম্ভব হচ্ছে না।এতে করে কোটি কোটি টাকা পুজি বিনিয়োগ করে ব্যবসায়ীদের লোকসান গুনতে হচ্ছে।