গ্যাস সংযোগ না দিয়ে মন্দিরের প্রসাদ গ্রহণ করব না- হিন্দুদের সাথে কুশল বিনিময়কালে আনিসুল হক
প্রতিনিধি: গতকাল বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যায় কসবা শ্রী শ্রী গোবিন্দ জিউর কেন্দ্রীয় মন্দির প্রাঙ্গণে নব-নির্বাচিত জাতীয় সংসদ সদস্য এডভোকেট আনিসুল হক হিন্দু ভক্তদের সাথে কুশল বিনিময় করেন। তিনি হিন্দু ভক্তদের কাছে প্রতিজ্ঞা করে বলেন কসবায় গ্যাস সংযোগ না দিয়ে মন্দিরের প্রসাদ গ্রহণ করব না। তিনি আরো বলেন হিন্দু সমাজের দীর্ঘ দিনের সমস্যা পৌর কেন্দ্রীয় শ্মশান ঘাটে যাওয়ার রাস্তাসহ বিভিন্ন সমস্যাদি সমাধানে আমার প্রচেষ্টা অব্যাহত থাকবে।
কসবা শ্রী শ্রী গোবিন্দ জিউর কেন্দ্রীয় মন্দির পরিচালনা কমিটির সভাপতি খোকন চন্দ্র রায়ের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব রুহুল আমিন ভূইয়া বকুল, মন্দির পরিচালনা কমিটির সাবেক সাধারণ সম্পাদক দীলিপ কুমার রায়, উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের মহিলা সম্পাদিকা বিউটি রানী রায় ও কসবা প্রেসক্লাব সাধারণ সম্পাদক নেপাল চন্দ্র সাহা।
এ সময় উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক কাজী মো: আজহারুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট আনিসুল হক ভূইয়া, গোপীনাথপুর আলহাজ্ব শাহআলম ডিগ্রী কলেজের অধ্যক্ষ মো: আকরাম খাঁন, পৌর কাউন্সিলর মো: আবু জাহের, আওয়ামীলীগ নেতা এমজি হাক্কানী, এডভোকেট একেএম ফজলুল হক, এডভোকেট রাশেদুল কায়সার জীবন, কসবা প্রেসক্লাব অর্থ সম্পাদক মো: অলিউল্লাহ সরকার অতুল, সাংবাদিক মো: সাইদুর রাহমান খান, ভজন শংকর আচার্য্য, জেলা যুবলীগ নেতা এনামুল হক কাজল, উপজেলা যুবলীগ সভাপতি এম এ আজিজ, সাধারণ সম্পাদক মো: সফিকুল ইসলাম, উপজেলা ছাত্রলীগ সভাপতি মো: এমরান উদ্দিন জুয়েল, সাধারণ সম্পাদক মো: এমদাদুল হক পলাশ, সাবেক সভাপতি মো: এমরাহান, সাবেক সাধারণ সম্পাদক তারেক মাহমুদ, মন্দির পরিচালনা কমিটির নেতা পীযুষ কান্তি রায়, নারায়ণ চন্দ্র দাস, স্বপন সূত্রধর, রতন চন্দ্র সাহা, সেবক চন্দ্র সাহাসহ বিভিন্ন শ্রেণি পেশার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শুরুতে নব-নির্বাচিত জাতীয় সংসদ সদস্যকে ফুল দিয়ে বরণ করেন হিন্দু সমাজের পক্ষে কসবা পুরাতন বাজারের বিশিষ্ট ব্যবসায়ী গোপাল চন্দ্র সাহা ও মন্দির পরিচালনা কমিটির সভাপতি খোকন চন্দ্র রায়।