ত্রিপুরা-বাংলাদেশ বাণিজ্য অনির্দিষ্টকালের জন্য বন্ধ
নয়া দিল্লি: ত্রিপুরার ব্যবসায়ী সমিতি শুক্রবার থেকে অনির্দিষ্টকালের জন্য আখাউরা বহুমুখী সমন্বিত চেক পোস্টের মাধ্যমে বাংলাদেশের সঙ্গে বাণিজ্য বন্ধ করে দিয়েছে। সেন্ট্রাল ওয়্যারহাউজিং কর্পোরেশন (সিডাব্লিউসি) মালামাল ‘লোডিং এন্ড আনলোডিং’ শুল্ক বৃদ্ধি করার পরিপ্রেক্ষিতে প্রতিবাদ জানাতে ত্রিপুরা আমদানি-রফতানি সমিতি (ইআইএটি) এই পদক্ষেপ নিয়েছে। উল্লেখ্য, গত ১৭ নভেম্বর এই চেক পোস্ট উদ্বোধন করা হয়েছে। ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী সুশীল কুমার সিন্দে এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর এই চেকপোস্ট উদ্বোধন করেন। ইআইএটি সহ-সভাপতি সুদেব রায় সাংবাদিকদের বলেছেন, ‘সিডাব্লিউসি অবাস্তব শুল্ক নির্ধারণ করায় আখাউরায় বাণিজ্যের পরিমাণ অর্ধেকে নেমে এসেছে।’ তিনি বলেন, চেকপোস্ট উদ্বোধন করার আগে ভারতের স্থলবন্দর কর্তৃপক্ষ (এলপিএআই) ওয়্যারহাউজের দায়িত্ব সিডাব্লিউসি’র কাছে হস্তান্তরের বিষয়টি অবহিত করে। এ ব্যাপারে ইআইএটি প্রতিবাদ জানিয়েছে। তিনি অভিযোগ করেন, সিডাব্লিউসি অধিক ব্যয়ে ওয়্যারহাউজ ব্যবহারের জন্য ব্যবসায়ীদের বাধ্য করছে। |