Main Menu

টানা পাচঁ দিন বন্ধ থাকার পর আখাউড়া স্থলবন্দর দিয়ে আমদানী- রপ্তানি কার্যক্রম শুরু

+100%-


আখাউড়া প্রতিনিধি: টানা পাচঁ দিন বন্ধ থাকার পর আখাউড়া স্থলবন্দর দিয়ে বৃহস্প্রতিবার সকালে আবারও আমদানী- রপ্তানি কার্যক্রম শুরু হয়েছে।
আখাউড়া স্থলবন্দরের সহকারী কমিশনার মিয়া মোহাম্মদ নাজমুল হক আমদানি-রপ্তানি কার্যক্রম শুরুর বিষয়টি নিশ্চত করেছেন।
আখাউড়া স্থলবন্দরের সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মনির হোসেন বাবুল বলেন, বন্দরে সকালে মাছ রপ্তানির মধ্য দিয়ে কার্যক্রম শুরু হয়। এর পর অন্যান্য পণ্য ভারতে প্রবেশ করে।
উল্লেখ্য, গত ১৭ নভেম্ভর ভারতের আগরতলায় ইন্টিগ্রেটেড চেকপোস্ট চালুর পর পরই আখাউড়া স্থলবন্দরের আমদানী- রপ্তানি কার্যক্রম বন্ধ হয়ে যায়।