Main Menu

অনুপ্রবেশের দায়ে বিভিন্ন মেয়াদে কারাভোগের পর দেশে ফিরলেন তিন ভারতীয়

+100%-

প্রতিনিধি : বাংলাদেশে অবৈধ অনুপ্রবেশের দায়ে বিভিন্ন মেয়াদে কারাভোগের পর ভারতে ফিলে গেলেন ভারতের ত্রিপুরা রাজ্যের আব্দুর রহিম (৪০), অমৃত পাল (৩১) ও ননি গোপাল(৩৫)। সোমবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থল বন্দর বিজিবি ভারতের বিএসএফ এর কাছে তাদেরকে হস্তান্তর করে।

বিজিবি সূত্র জানায়, ভারতের ত্রিপুরা রাজ্যের পশ্চিম ত্রিপুরা জেলার নারাউরা গ্রামের ওই তিন ব্যক্তি বিভিন্ন সময়ে কসবা সীমান্ত দিয়ে অবৈধ ভাবে বাংলাদেশে প্রবেশের সময় বিজিবির হাতে ধরা পড়ে। পরে তাদেরকে থানায় সোপর্দ করা হলে তাদের বিভিন্ন মেয়াদে সাজা হয়। আব্দুর রহিম ব্রা‏হ্মণবাড়িয়া কারাগারে ১৩ বছর সাজা ভোগ করে। অন্যরা ১৬ মাস সাজা ভোগ করার পর সোমবার সকালে ব্রা‏হ্মণবাড়িয়া জেলার ১২ ব্যাটালিয়ন আখাউড়া কোম্পানী কমান্ডারের কাছে সোপর্দ করে। পরে বিজিবি বিএসএফের কাছে হস্তান্তর করে।






Shares