আখাউড়া-আগরতলা স্থল বন্দর পরিদর্শনে ভারতের লোকসভা স্পিকার
প্রতিবেদক : ভারতের লোকসভা স্পিকার মীরা কুমার গত বৃহস্পতিবার বিকালে আখাউড়া-আগরতলা স্থল বন্দর পরিদর্শন করেছেন। বেলা পাঁচটায় তিনি স্থল বন্দরে এলে ভারতীয় সীমান্তরী বাহিনী তাকে গার্ড অব অনার প্রদর্শন করে। পরে তিনি সীমান্তের নো ম্যান্স ল্যান্ডে দুই দেশের পতাকা নামানে অবলোকন করেন। পরে ভারতের স্পিকার মীরা কুমার বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) স্থল বন্দর কোম্পানী কমান্ডার সফিকুল ইসলামের হাতে মিষ্টির প্যাকেট তুলে দেন। এসময় উপস্থিত ছিলেন ত্রিপুরা রাজ্য সরকারের সাবেক শিল্প ও বাণিজ্য মন্ত্রী পবিত্র কর। পরে সাংবাকিদের প্রশ্নের জবাবে মীরা কুমার বলেন, আমরা যেমন গণতন্ত্রে বিশ্বাস করি, বাংলাদেশও গণতন্ত্রে বিশ্বাস করে। দুই দেশের মধ্যে বর্তমানে খুবই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। বাংলাদেশের আগামী নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, বাংলাদেশে জনগণ, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সংবাদ মাধ্যম খুবই সচেতন। তারা নিজেরাই সুষ্ঠু নির্বাচন করতে সম। |