Main Menu

রেললাইনের জমি অধিগ্রহন বন্ধ করতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি

+100%-

প্রতিনিধি  : আখাউড়া-আগরতলা রেললাইন প্রকল্প বাস্তবায়নে আখাউড়ার মনিয়ন্দ ইউনিয়নের জমি অধিগ্রহন বন্ধ করতে বুধবার জেলা প্রশাসক বরাবর স্মারক লিপি দিয়েছে  এলাকাবাসী। এলাকাবাসীর পক্ষে মনিয়ন্ধ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল ওহাব আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা খুরশিদ শাহরিয়রের মাধ্যমে জেলা প্রশাসকের কাছে এই স্বারক লিপি দেন।

স্মারক লিপিতে কয়েক শতাধিক গ্রামবাসী স্বাক্ষর করেন। স্মারক লিপিতে বলা হয়,  প্রকল্পটির নাম দেওয়া হয়েছে আখাউড়া-গঙ্গাসাগর-আগরতলা রেললাইন নির্মাণ প্রকল্প। অথচ অদৃশ্য কারনে গঙ্গাসাগর এলাকা থেকে দুই কিলোমিটার দূরে মনিয়ন্দ ইউনিয়নের বিভিন্ন এলাকায় জমি অধিগ্রহনের চেষ্টা চলছে। এর আগে গঙ্গাসাগরের দিকে গঙ্গাসাগর-কর্ণেল বাজার সড়কের পাশ দিয়ে রেললাইন নির্মাণ করা হবে বলে বলা হয়। মনিয়ন্দ ইউনিয়নের উপর দিয়ে রেললাইন হলে অন্তত ১০-১৫টি গ্রামের মানুষ ক্ষতিগ্রস্থ হবে। অথচ আখাউড়ার আজমপুর কিংবা কসবা রেলওয়ে স্টেশনের পাশ দিয়ে এ প্রকল্প বাস্তবায়ন করা হলে বাংলাদেশের জমির কম ক্ষতি হবে।  মানবিক কারণে হলেও মনিয়ন্ধের উপর দিয়ে এই প্রকল্পের কাজ বন্ধ করতে এলাকাবাসী জেলা প্রশাসকের কাছে জোর দাবি জানায়। এর আগে, গত মঙ্গলবার রেললাইন প্রকল্পের জমি অধিগ্রহন বন্ধ করতে মনিয়ন্ধ ইউনিয়নবাসী মানববন্ধন করে।



« (পূর্বের সংবাদ)



Shares