Main Menu

আখাউড়ায় চট্টলা এক্সপ্রেস ট্রেনের যাত্রাবিরতি শুরু

+100%-

 

 


প্রতিনিধি : ঢাকা-চট্টগ্রাম রেলপথে চলাচলকারী যাত্রীবাহী চট্টলা এক্সপ্রেস ট্রেন রোববার থেকে আখাউড়া রেলস্টেশনে যাত্রাবিরতি শুরু হয়েছে।

আখাউড়া রেলওয়ে স্টেশন সুপারিনটেনডেন্ট মোতালেব হোসেন জানান, এখন  থেকে ঢাকাগামী ট্রেনটি দুপুর ১ টা ৪০ মিনিটে এবং চট্টগ্রামগামী ট্রেনটি ২ টা ৪৫ মিনিটে নির্ধারিত ২ মিনিট আখাউড়া রেলস্টেশনে যাত্রাবিরতি দিবে। তবে সপ্তাহিক মঙ্গলবার বন্ধ থাকবে। আখাউড়ার যাত্রীদের জন্য ১০টি টিকিট বরাদ্দ রাখা হয়েছে।

ট্রেনটি যাত্রাবিরতি দেওয়ায় আখাউড়াবাসীর মাঝে আনন্দ বিরাজ করছে। চট্টলা এক্সপ্রেস ট্রেনটি দুপুরে আখাউড়া রেলস্টেশনে যাত্রাবিরতি দিলে আখাউড়া প্রেসক্লাবের সাংবাদিকরা যাত্রীদের ফুল দিয়ে স্বাগত জানায়।

প্রসঙ্গত, গত ২০ আগস্ট আখাউড়ায় ডেমু ট্রেন উদ্বোধনকালে রেলমন্ত্রী মো. মজিবুল হক এলাকাবাসীর দাবির মুখে আখাউড়ায় চট্টলা এক্সপ্রেস ট্রেনের যাত্রাবিরতি দেওয়ার আশ্বাস দেন।






Shares