ড্রোন মোতায়েনের বিষয়ে আমার কাছে কোন তথ্য নেই : ভারতীয় হাইকমিশনার
প্রতিনিধি : বুধবার সকালে আখাউড়া স্থল পরিদর্শন করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাই কমিশনার পঙ্কজ শরন। এসময় তার সাথে ছিলেন ঢাকাস্থ হাই কমিশনের কাউন্সিলর চন্দ্রিমা রায়, ফার্স্ট সেক্রেটারী বিজয় সিলভার্স ও বাংলাদেশ স্থল বন্দর কতৃপক্ষের চেয়ারম্যান মো: মোয়াজ্জউদ্দিন আহমেদ। বেলা এগারটায় তিনি ঢাকা থেকে সড়ক পথে আখাউড় বন্দরে আসেন। এসময় তিনি স্থল শুল্ক বিভাগের সহকারী কমিশনার সহিদুল ইসলাম, বন্দর সুপারিনটেনডেন্ট আব্দূল হামিদসহ অন্যান্য কর্মকর্তাদের সাথে মিলিত হন। পরে তিনি বন্দরের অবকাঠমো গত বিভিন্ন দিক পর্যবেণ করেন। পরে তিনি ত্রিপুরায় যান। সেখানে তিনি নির্মাণাধীন আগরতলা স্থল বন্দরের ইমিগ্রেশন ভবনের কাজের অগ্রগতি দেখবেন এবং ভারতীয় একটি আন্ত:মন্ত্রণলায়ের সভায় যোগ দিবেন বলে সাংবাদিকদের জানান। ত্রিপুরা যাবার সময় নো ম্যান্স ল্যান্ডে উপস্থিত সাংবাদিকদের সাথে কথা বলেন। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, বাংলাদেশ সীমান্তে ভারতীয় ড্রোন মোতায়েনের বিষয়টি তিনি পত্রিকায় পড়েছেন। এ ব্যাপারে তার কাছে সরকারী কোন তথ্য নেই। তিনি বলেন, ভারতীয় একটি পত্রিকায় প্রথমে এ খবরটি ছাপা হয়। পরে ওই পত্রিকার সূত্র থেকে বাংলাদেশের কয়েকটি পত্রিকায় সংবাদটি ছাপা হয়। তিনি বলেন, সীমান্তের নিরাপত্তার বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। এটি করতে হলে দুই দেশের স্বরাষ্ট্র সচিব, স্বরাষ্ট্র মন্ত্রী, বিজিবি ও বিএসএফ প্রধানসহ দুই দেশের সরকারী পর্যায়ে আলোচনা করতে হবে। |