প্রতিনিধি : ঢাকা-আখাউড়া রেলপথে ডিজেল ইলেকট্রিক মাল্টিপল ইউনিট (ডেমু) দিয়ে কমিউটার ট্রেনের উদ্বোধন করেছেন রেলপথ মন্ত্রী মো. মুজিবুল হক এম.পি। মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া রেলওয়ে জংশন স্টেশন চত্বরে আয়োজিত এক সমাবেশ শেষে ফিতা কেটে নতুন এই কমিউটার ট্রেনটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। ডেমু ট্রেনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় রেলপথ মন্ত্রী মুজিবুল হক বলেন, বিগত চারদলীয় জোট সরকারের আমলে রেলের কোনো উন্নয়ন হয়নাই। রেললাইন মেরামত, লোকবল বৃদ্ধি, নতুন রেললাইন তৈরি এসবের কোনোকিছুই তারা করেনাই। এক কথায় রেলের প্রতি তাদের কোনো দরদ ছিলো না। তারউপর জামায়াত-শিবির হরতাল ডেকে রেলের ২০ কোটি টাকার সম্পদ নষ্ট করেছে। বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়া মতায় যাওয়ার জন্য দ্রুত ট্রেন চালু করার কথা বলে জনগণকে ধোঁকা দিচ্ছেন। মন্ত্রী আরো বলেন, বর্তমান সরকার রেলবান্ধব সরকার। এই সরকার মতায় আসার পর আলাদা রেল মন্ত্রণালয় করেছে। বহু বন্ধ স্টেশন চালু করেছে। নতুন নুতন ট্রেন চালু করেছে। রেলপথ মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব আবুল কালাম আজাদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিছি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের সংসদ সদস্য র.আ.ম. ওবায়দুল মোকতাদির চৌধুরী, কসবা-আখাউড়া আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ শাহ আলম, মহিলা সংসদ সদস্য জোবেদা খাতুন পারুল, রেলওয়ের মহা পরিচালক প্রকৌশলী মো. আবু তাহের, পূর্বাঞ্চল রেলপথের মহা ব্যবস্থাপক তফাজ্জল হোসেন, ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক নুর মোহাম্মদ মজুমদার, পুলিশ সুপার মো. মনিরুজ্জামান পিপিএম। অনুষ্ঠানে আরো বক্তৃতা করেন আখাউড়া উপজেলা চেয়ারম্যান শেখ বোরহান উদ্দিন, পৌর মেয়র তাকজিল খলিফা কাজল। বক্তারা আখাউড়া স্টেশনে ঢাকা-চট্টগ্রাম রুটে চলাচলকারী চট্টলা এক্সপ্রেস ও ঢাকা-সিলেট রুটে চলাচলকারী কালনী এক্সপ্রেস ট্রেনের আখাউড়ায় যাত্রাবিরতির দাবী করেন। তাছাড়া আখাউড়া-লাকসাম ডাবল রেললাইন নির্মাণে মসজিদ, মন্দির, বাজার রক্ষা করে ডাবল লাইন নির্মাণের দাবী জানান। উদ্বোধন হওয়া নতুন ট্রেনটি প্রতিদিন সকাল ৬টায় কুমিল্লা থেকে ছেড়ে ৭টা ২০ মিনিটে আখাউড়ায় পৌঁছাবে। আখাউড়া ১০ মিনিট যাত্রাবিরতির পর সকাল সাড়ে সাতটায় ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাবে। একইদিনে বেলা একটায় ট্রেনটি ঢাকা থেকে আখাউড়ার উদ্দেশ্যে ছেড়ে আসবে বলে রেলসূত্রে প্রকাশ। |