৩২লাখ টাকার লোভ দেখিয়ে ৩৫ হাজার টাকা নিয়ে বিকাশের এজেন্ট চম্পট
আখাউড়া প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া উপজেলা ধরখার ইউপির ধরখার গ্রামের মিশন মিয়ার কন্যা লুবনা আক্তার (১৫) নবম শ্রেণীর ছাত্রী সরল বিশ্বাসে অধিক মোনাফার লোভে পড়ে নগদ ৩৫ হাজার টাকা দেয় ৩২ লাখ টাকার আশায়। কথায় বলে চোরে না শুনে ধর্মের কাহিনী। এমনি একটি ঘটনা ঘটেছে জেলার আখাউড়া থানার ধরখার গ্রামে। লুবনা নামে মেয়েটির ব্যক্তিগত নম্বর ০১৭৫১-৬৪৩৮৮৪ গতকাল বুধবার সকাল ১০টায় ঢাকাস্থ একটি ব্যক্তিগত বিকাশ নং-০১৭৭৮-৩১১২০০ প্রথম ৬শত টাকা দেওয়ার কথা বলে । লুবনা সরল বিশ্বাসে কথা বলে ৬শত টাকা পাঠাইয়ে দেয়। তার কিছুণ পরে উক্ত নম্বরের গ্রাহক লুবনাকে আবার ৩৫ হাজার টাকা পাঠাইলে ৩২লাখ টাকার ঈদ অফার পাবে বলে জানান। তবে কাউকে বলার জন্য নিষেধও করে। সেই শর্ত অনুযায়ী লুবনা কাউকে না জানিয়ে অধিক মোনাফার আশায় ৩৫ হাজার টাকা ধরখার বিকাশের এই এজেন্ট নং-০১৭৭৭-০৭০১১৯ থেকে পাঠিয়ে দেয়। কিন্তু বিকাশে ৩৫ হাজার টাকা পেয়ে ঐ প্রতারকের মোবাইলটি বন্ধ করে দেয়। এর পর লুবনা ধরখার বাসষ্টেন্ডে কান্নায় ভেঙ্গে পড়লে এলাকাবাসীর মাঝে বিষয়টি জানাজানি হয়। আমাদের এই দুই প্রতিনিধি ঘটনাস্থলে গিয়ে লুবনার করুন দৃশ্য চোখে পড়লে এই ছবিটি ক্যামেরায় বন্দি করেন। প্রতারক নিজকে গ্রামীণ ফোনের একজন স্টাফ পরিচয় দেয়। |