আখাউড়া দিয়ে ভারতে প্রবেশকালে আটক ৭
প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সীমান্ত দিয়ে অবৈধ ভাবে ভারতে প্রবেশকালে সাতজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) জওয়ানরা। রবিবার সকালে আটককৃতদের আখাউড়া থানা পুলিশে সোপর্দ করা হয়েছে। আখাউড়া থানা পুলিশ জানায়, আখাউড়া সীমান্তের বাউতলা এলাকা দিয়ে অবৈধ ভাবে ভারতের ত্রিপুরা রাজ্যে যাওয়ার সময় ৭ জনকে আটক করে আখাউড়া স্থলবন্দর বিজিবি জওয়ানরা। স্থলবন্দর বিজিবি ক্যাম্পের টহল কমান্ডার শহীদুল ইসলাম শনিবার বিকেলে বাউতলা ২০২৪ এর ৭ এস সীমান্ত পিলার এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করে। বিজিবি’র হাতে আটককৃতরা হলেন সিলেটের সুনামগঞ্জের দোসরা বাজারের বিধু কপালী (৬৫), বিভারাণী কপালী (৫৫), সূর্যমনি দেবনাথ (৭৮), প্রদীপ দেবনাথ (৩৬), বিমল সরকার (৩৫), কেলা রায় (৩০) ও গোপাল রায় (৩৫)। আটককৃতদের বিরুদ্ধে পাসপোর্ট আইনে মামলা হয়েছে। |
« আখাউড়ায় লাকড়ির দোকান থেকে দেশীয় রিভলবার উদ্ধার (পূর্বের সংবাদ)
(পরের সংবাদ) নবীনগরে জামায়েতের উপজেলার আমীর মহিউদ্দিন গ্রেফতার »