সাংবাদিক সমীরের চিকিৎসার দায়িত্ব নিল প্রেসক্লাব ও রিপোর্টার্স ইউনিটি
প্রতিনিধি :সন্ত্রাসী হামলায় আহত মানবকন্ঠের ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি সমীর চক্রবর্তীর কানে পঁচন ধরতে পারে বলে চিকিৎসকরা শঙ্কা প্রকাশ করেছেন। এদিকে সাংবাদিক সমীরের চিকিৎসাসহ আইনগত সহায়তার দায়িত্ব নিয়েছে আখাউড়া প্রেসক্লাব ও রিপোর্টার্স ইউনিটি। সমীর রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক। তাকে ঢাকায় যাওয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালের চিকিৎসকরা জানান, মারধরের কারনে সমীরের বাম কান ফুটো হয়ে গেছে। যে কারনে কানে পঁচন ধরতে পারে। তবে আপাতত তাকে ওষুধ খাওয়ার পরামর্শ দেওয়ার পাশাপাশি ঢাকার পিজি হাসপাতালে রেফার করা হয়েছে। এদিকে গতকাল আখাউড়া প্রেসক্লাব ও রিপোর্টার্স ইউনিটির এক সভা মো. রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় জানানো হয়, সমীরের চিকিৎসার জন্য সব ধরণের ব্যয় বহন করবে এ দু’টি সাংবাদিক সংগঠন। এ সময় সমীরের হাতে নগদ টাকাও তুলে দেওয়া হয়। পাশাপাশি ঘটনার নিন্দা জানিয়ে দোষীদের কঠোর শাস্তি দাবি করা হয়। গত শনিবার সন্ধ্যায় সমীরকে বাড়ি থেকে ডেকে এনে মারধর করে সন্ত্রাসীরা। এ ঘটনায় পুলিশ আল-আমিন নামে এক সন্ত্রাসীকে গ্রেপ্তার করে আদালতে পাঠায়। |
« আখাউড়ায় পিরানহা মাছসহ দুইজন আটক (পূর্বের সংবাদ)
(পরের সংবাদ) আখাউড়ায় হরতাল পালিত »