Main Menu

আখাউড়া পৌরসভা দ্বিতীয় শ্রেণীতে উন্নীত

+100%-
রাহ্মণবাড়িয়ার আখাউড়া পৌরসভাকে দ্বিতীয় শ্রেণীতে উন্নীত করা হয়েছে। সোমবার স্থানীয় সরকার মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম এ সংক্রান্ত নথিতে স্বাক্ষর করেছেন। মন্ত্রীর জনসংযোগ কর্মকর্তা (পিআরও) মমিনুল হক জীবন পৌর মেয়র তাকজিল খলিফা কাজলকে এ তথ্য জানিয়েছেন।

মমিনুল হক জীবন জানান, গত নভেম্বর মাসে আখাউড়া পৌরসভার বর্তমান মেয়র তাকজিল খলিফা কাজল এ পৌরসভাকে তৃতীয় থেকে দ্বিতীয় শ্রেণীতে উন্নীত করতে পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগে আবেদন করেন।

প্রশাসনিক তদন্ত শেষে মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম সোমবার এ সংক্রান্ত নথিতে স্বাক্ষর করেন। আগামী এক সপ্তাহের মধ্যে গেজেট আকারে তা প্রকাশ করা হবে।

আখাউড়া পৌরসভার মেয়র তাকজিল খলিফা কাজল  জানান,এটি আখাউড়াবাসীর জন্য অত্যন্ত আনন্দের সংবাদ। দ্বিতীয় শ্রেণীতে উন্নীত হওয়ায় পৌর নাগরিকদের সুযোগ সুবিধাসহ অবকাঠামগত উন্নয়ন বহুগুণ বৃদ্ধি পাবে। বিভিন্ন দাতা সংস্থার কাজের সুযোগও সৃষ্টি হবে।

উল্লেখ্য, গত ১৯৯৯ সালে নয়টি ওয়ার্ড নিয়ে তৎকালীন সদর দক্ষিণ ও উত্তর ইউনিয়নের বেশ কিছু অংশের সমন্বয়ে এ পৌরসভা গঠিত হয়।






Shares