আখাউড়ায় মালবাহী ট্রেনের চাকা লাইনচ্যুত হয়ে ট্রেন চলাচল ব্যাহত
প্রতিনিধি : ঢাকা-চট্টগ্রাম রেলপথের আখাউড়া জংশন এলাকায় মালবাহী কনটেইনারের চাকা লাইনচ্যুত হয়ে দুই ঘন্টা ট্রেন চলাচল ব্যাহত হয়। এসময় ঢাকাগামী উপকূল এক্সপ্রেস ও শায়েস্তাগঞ্জ-ভৈরববাজারগামী বাল্লা ট্রেন আখাউড়ায় আটকা পড়ে। টানা দুই ঘন্টা পর উদ্ধার কাজ শেষ হলে ট্রেন চলাচল স্বাভাবিক হয়। জানা যায়, ঢাকা থেকে ছেড়ে আসা ৮০৬নং মালবাহী কনটেইনার সোমবার সকাল আনুমানিক সাড়ে আটটায় আখাউড়া স্টেশনের অদূরে পৌঁছার পর একটি বগির দুইটি চাকা লাইনচ্যুত হয়ে পড়ে। এসময় উভয় দিকের ট্রেন চলাচল ব্যাহত হয়। বেলা সাড়ে দশটায় উদ্ধারকাজ শেষে ট্রেন চলাচল স্বাভাবিক হয়। |
« ভ্রাম্যমান আদালতের অভিযান, ৭২ কেজি নিষিদ্ধ পলিথিন শপিং ব্যাগ উদ্ধার (পূর্বের সংবাদ)