আখাউড়ায় প্রাথমিক বিদ্যালয় গুলোতে চুরির হিড়িক
প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় প্রাথমিক বিদ্যালয়ে চুরির হিড়িক পড়েছে। গত এক মাসের ব্যবধানে উপজেলার ৯টি প্রাথমিক বিদ্যালয়ে চুরির ঘটনা ঘটে। চুরেরা বিদ্যালয়ের অফিস করে তালা ভেঙ্গে নগদ টাকা, জমির দলিল, ঘন্টিসহ প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে যায়। এর মধ্যে দু’টি চুরির ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। স্কুল সূত্রে জানা গেছে, গত ১ জানুয়ারী উপজেলার টানমান্দাইল সরকারী প্রাথমিক বিদ্যালয় থেকে চুরেরা বিদ্যালয়ের ঘন্টি ও ১টি ক্যালকুলেটর নিয়ে গেছে। গত ১৩ জানুয়ারী রাতে উপজেলার রামধনগর বিদ্যালয় থেকে চুরেরা প্রায় তিন হাজার টাকা ও ১টি পিতলের ঘন্টি নিয়ে গেছে। এ ব্যাপারে ১৪ জানুয়ারী আখাউড়া থানায় জিডি করা হয়। গত ১৫ জানুয়ারী রাতে চোরেরা আখাউড়া উত্তর ইউনিয়নের চানপুর পীর সৈয়দ বাহাউদ্দিন সরকারী প্রাথমিক বিদ্যালয় অফিস করে তালা ভেঙ্গে নগদ ১৮শ ৫০ টাকা, একটি পিতলের ঘন্টি, বিদ্যালয়ের জমির মূল দলিলপত্র, ব্যাংকের চেক ও পাশ বই, একটি বড় তোয়ালা ও একটি চাবির রিং নিয়ে যায়। এ ব্যাপারে বিদ্যালয়ের প্রধান শিক হাজী রফিকুল ইসলাম বাদী হয়ে ১৭ জানুয়ারি আখাউড়া থানায় মামলা করেছেন। এছাড়া উপজেলার দূর্গাপুর, রামধননগর, আমোদাবাদ, রাজাপুর, ছয়ঘড়িয়া, টানমান্দাইল, রাধানগর ও তারাগন সরকারী প্রাথমিক বিদ্যালয়ের চুরি হয়েছে। এসব বিদ্যালয় থেকে টিউবওয়েলের পাশাপাশি অফিস করে তালা ভেঙ্গে চুরেরা নগদ টাকা ও পিতলের ঘন্টি নিয়ে গেছে। রামধননগর সরকারী প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মোঃ হাবিবুর রহমান জানান, ১৩ জানুয়ারী রাতে রামধনগর বিদ্যালয় থেকে চুরেরা প্রায় তিন হাজার টাকা ও ১টি পিতলের ঘন্টি নিয়ে গেছে। ১৪ জানুয়ারী আখাউড়া থানায় জিডি করা হয়েছে। টানমান্দাইল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক মোঃ শাহজাহান বলেন, ১ জানুয়ারী আমার স্কুলে থেকে চুরেরা ঘন্টি ও ১টি ক্যালকুলেটর নিয়ে গেছে। উপজেলা সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক সমিতির সভাপতি আব্দুল হাই জানান, কয়েকটি স্কুলে চুরি হয়েছে বলে শিকরা জানিয়েছে। উপজেলা বে-সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক সমিতির সভাপতি মাহতাব মিয়া জানান, বিদ্যালয়ে চুরির ঘটনা ঘটায় শিকরা উদ্বিগ্ন। বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবহিত করেছি। আখাউড়া উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ বশিরুল হক ভূইয়া জানান, প্রাথমিক বিদ্যালয়ের শিকরা বিদ্যালয়ে চুরির ব্যাপারে আমাকে অবগত করেছে। তাদেরকে সতর্ক থাকার জন্য এবং মূল্যবান কাগজপত্র সাবধানে রাখার জন্য বলেছি। |