আখাউড়ায় বিপুল পরিমান ভারতীয় পটকা জব্ধ
প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়া আখাউড়া সীমান্ত এলাকা থেকে বিপুল পরিমান ভারতীয় পটকা উদ্ধার করেছে বিজিবি। গত সোমবার রাতে উপজেলার ধলেশ্বর সীমান্ত এলাকা থেকে এসব পটকা উদ্ধার করা হয়। বিজিবি সূত্র জানিয়েছে, উদ্ধারকৃত পটকার মূল্য এক লাখ ২৩ হাজার একশ’ টাকা। বিজিবি ১২ ব্যাটালিয়নের অধিনায়ক লে.কর্ণেল মাকসুদুল আলম জানান, আমাদের কাছে তথ্য ছিল ভারত থেকে পটকার একটি চালান দেশে ঢুকবে। রাত সাড়ে ১০টার দিকে সীমান্তের ২০২২/৯ এস পিলারের সামনে ফকিরমোড়া ক্যাম্পের সদস্যরা ৭ ধরনের পটকা জব্ধ করে। বিজিবির উপস্থিতি টের পেয়ে পাচারকারিরা পালিয়ে যায়। উদ্ধারকৃত পটকা আখাউড়া কাস্টমর্সে জমা দেওয়া হয়েছে। |
« বিরোধের জের ধরে আশুগঞ্জ সার কারখানা থেকে ৮ জেলায় সার সরবরাহ বন্ধ (পূর্বের সংবাদ)
(পরের সংবাদ) লিলু মিয়া হত্যাকান্ড, রফিক উদ্দিন ঠাকুরের রিমান্ড মঞ্জুর »