আখাউড়ায় ট্রেন লাইনচ্যুত ঢাকা-চট্টগ্রাম রেলপথে ৫ ঘন্টা ট্রেন চলাচল বন্ধ
নিজস্ব প্রতিবেদক ॥ ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় যাত্রীবাহী ট্রেনের বগি লাইনচ্যুত হয়ে পড়লে ঢাকা-চট্টগ্রাম,চট্টগ্রাম-সিলেট রেলপথে ৫ ঘন্টারও বেশি সময় ট্রেন চলাচল বন্ধ থাকে। গত শুক্রবার দিবাগত রাত ১১টার দিকে এই ঘটনা ঘটে। তবে এতে কোন হতাহতের ঘটনা ঘটেনি।
আখাউড়া রেলওয়ে কেবিন সূত্র জানায়, বাহাদুরাবাদ ঘাট থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী যাত্রীবাহী নাসিরাবাদ এক্সপ্রেস ট্রেনটির একটি বগি শুক্রবার দিবাগত রাত পৌনে ১১ টায় আখাউড়া উপজেলার মনিয়ন্ধ এলাকায় লাইনচ্যুত হয়ে পড়ে। এতে ঢাকা-চট্টগ্রাম,চট্টগ্রাম-সিলেট রেলপথে প্রায় ৫ ঘন্টা সবধরণের ট্রেন চলাচল বন্ধ থাকে। দুর্ঘটরার পর আখাউড়া থেকে একটি উদ্ধারকারীট্রেন ঘটনাস্থলে গিয়ে দুর্ঘটনা কবলিত ট্রেনের বগিটি উদ্ধার করে। গতকাল শনিবার ভোর চারটার দিকে ওই দুটি রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয় বলে রেল সূত্র জানায়।
« আখাউড়ায় ২ ভারতীয় নাগরিক আটক (পূর্বের সংবাদ)
(পরের সংবাদ) নবীনগরে স্বেচ্ছাশ্রমে রাস্তা নির্মাণ কাজের উদ্ধোধন »