Main Menu

১৬শ’ পিস ইয়াবা ও আড়াই লাখ টাকাসহ মাদক বিক্রেতা আটক

+100%-

yabaakhuraডেস্ক ২৪::  ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ১৬শ’ পিস ইয়াবা, ৫০ বোতল ফেনসিডিল ও মাদক বিক্রির নগদ আড়াই লাখ টাকাসহ আনোয়ারা বেগম আনু (৪২) নামে এক মাদকবিক্রেতাকে আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর।

শনিবার (৯ এপ্রিল) দিনগত রাতে ঢাকা-আগরতলা মহাসড়কের আখাউড়া খড়মপুর বাইপাস অটোরিকশা স্ট্যান্ড থেকে তাকে আটক করা হয়। আটক আনোয়ারা আখাউড়া পৌর এলাকার মসজিদপাড়ার কামাল মিয়ার স্ত্রী। তার বিরুদ্ধে আখাউড়া থানায় মাদকদ্রব্য পাচারের অভিযোগে একাধিক মামলা রয়েছে।

জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের পরিদর্শক দেওয়ান মোহাম্মদ জিল্লুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে আখাউড়া বাইপাস অটোরিকশা স্ট্যান্ডের একটি সিএনজিচালিত অটোরিকশায় অভিযান চালিয়ে আনুকে আটক করা হয়। এ সময় তার বুকে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা আটটি নীল রঙের জিপার থেকে ১৬শ’ পিস ইয়াবা, পায়ের কাছে রাখা সিনথেটিকের ব্যাগ থেকে ৫০ বোতল ফেনসিডিল ও কোমরে গুজে রাখা নগদ আড়াই লাখ টাকা জব্দ করা হয়। তিনি আরও জানান, জিজ্ঞাসাবাদে আনোয়ারা জানিয়েছেন, টেকনাফ থেকে তিনি ইয়াবার চালান এনে থাকেন এবং আখাউড়া সীমান্ত এলাকা থেকে ফেনসিডিল সরবরাহ করে আখাউড়া ও ব্রাহ্মণবাড়িয়া সদর এলাকায় বিক্রি করেন। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আখাউড়া থানায় মামলা দায়ের করা হয়েছে।






Shares