Main Menu

১২ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অভিযানে ইস্কফ, গাঁজা, হুইস্কি ও পাতার বিড়ি উদ্ধার

+100%-

bgb6516ডেস্ক ২৪:: ০৫ মে ২০১৬ তারিখ ১২ বর্ডার গার্ড ব্যাটালিয়ন, সরাইল কর্তৃক অভিযান পরিচালনা করে ২১৪ বোতল হুইস্কি, ০৯ কেজি গাঁজা, ৪০০ প্যাকেট পাতার বিড়ি এবং ৫৫ বোতল ইস্কফসহ ০৩ জনকে পলাতক আসামী করে মামলা করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

০৫ মে ২০১৬ তারিখ ফকিরমোড়া সীমান্ত ফাঁড়ীর জেসিও নায়েব সুবেদার মোঃ মমতাজ উদ্দিন এর নেতৃত্বে হীরাপুর সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করে ০৩ জনকে পলাতক আসামী করে ৫৫ বোতল ভারতীয় ইস্কফ সিরাপ আটক করেছে বিজিবি জওয়ানেরা। পলাতক আসামীদের নাম ও ঠিকানা- (১) মোঃ সোলেমান মিয়া (৪০), পিতা- মৃত আব্দুর রাজ্জাক (২) মোঃ শফিকুল ইসলাম (৪২), পিতা- মোঃ দুরবাজ মিয়া, উভয়ের ঠিকানা গ্রাম- হীরাপুর, ডাকঘর- হীরাপুর, থানা- আখাউড়া, জেলা- বি-বাড়ীয়া (৩) মোঃ মোবারক হোসেন (৪০), পিতা- মোঃ আব্দুল খালেক, গ্রাম- ছোট কুড়িপাইকা, ডাকঘর- হীরাপুর, থানা- আখাউড়া, জেলা- বি-বাড়ীয়া। অপরদিকে কসবা সীমান্ত ফাঁড়ীর হাবিলদার মোঃ ওয়ারেছ আলীর নেতৃত্বে গংগানগর সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করে ০৯ কেজি ভারতীয় গাঁজা, এবং আলীনগর সীমান্ত ফাঁড়ীর হাবিলদার মোঃ কামরুজ্জামান এর নেতৃত্বে মেরাসনী সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করে ৪০০ প্যাকেট পাতার বিড়ি আটক করেছে বিজিবি জওয়ানেরা। এছাড়া মঈনপুর সীমান্ত ফাঁড়ীর জেসিও নায়েব সুবেদার মোঃ নুরুল হক এর নেতৃত্বে চকবস্তা সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করে ২১৪ বোতল হুইস্কি আটক করেছে বিজিবি জওয়ানেরা।

এ ব্যাপারে ১২ বিজিবি’র অধিনায়ক লেঃ কর্ণেল শেখ ফরহাদুজ্জামান পলাতক আসামীসহ মাদক আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।






Shares