১২ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অভিযানে ফেনসিডিল, হুইস্কি, এবং স্কপ সহ যুবক আটক
ডেস্ক ২৪:: ১৭ এপ্রিল ২০১৬ তারিখ ১২ বর্ডার গার্ড ব্যাটালিয়ন, সরাইল কর্তৃক দিনভর অভিযান পরিচালনা করে ১৩৪ বোতল ফেনসিডিল, ৬৮ বোতল হুইস্কি এবং ০৭ বোতল স্কোপসহ একজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
১৭ এপ্রিল ২০১৬ তারিখ বিকাল ৫টায় ফকিরমোড়া সীমান্ত ফাঁড়ীর নায়েব সুবেদার মোঃ মমতাজ উদ্দিন এর নেতৃত্বে আখাউড়া উপজেলার কল্যাণপুর সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করে ০৭ বোতল স্কোপসহ একজনকে আটক করেছে বিজিবি জওয়ানেরা। আটককৃত আসামীর নাম ও ঠিকানা- মোঃ হৃদয় মিয়া (২০), পিতা- মোঃ কামাল মিয়া, গ্রাম-উত্তর পৈরতলা, ডাকঘর- ব্রাহ্মণবাড়িয়া, থানা ও জেলা- ব্রাহ্মণবাড়িয়া। ধৃত মোঃ হৃদয় মিয়াকে মাদক বহনের দায়ে ভ্রাম্যমাণ আদালত কর্তৃক ০৩ (তিন) মাসের বিনাশ্রম কারাদন্ড শাস্তি প্রদান করা হয়েছে।
অপরদিকে একটি পৃথক অভিযান পরিচালনা করে হাবিলদার মোঃ আজিজুর রহমান এর নেতৃত্বে কসবা উপজেলার গোসাইস্থল সীমান্ত ফাঁড়ীর নতুন বাজার এলাকা থেকে ১০০ বোতল ফেনসিডিল এবং মুকুন্দপুর সীমান্ত ফাঁড়ীর চোরাচালান প্রতিরোধ অভিযানে ৬৮ বোতল হুইস্কি উদ্ধার করেছে বিজিবি সদস্যরা।
এ ব্যাপারে ১২ বিজিবি’র অধিনায়ক লেঃ কর্ণেল শেখ ফরহাদুজ্জামান এর সাথে যোগাযোগ করা হলে তিনি মাদক এবং আসামী আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।