তনু হত্যাকান্ড:: বিচারের দাবিতে ব্রাহ্মণবাড়িয়া ছাত্র ইউনিয়নের মানববন্ধন( ভিডিও)
ডেস্ক ২৪:: কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের শিক্ষার্থী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনু হত্যাকারীদের বিচার দাবিতে কুমিল্লা-সিলেট মহাসড়কে মানববন্ধন করেছে ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্র ইউনিয়ন।
‘ঐক্যের শক্তিই পারে সকল অন্যায় রুখতে’- শ্লোগানে আজ শুক্রবার (১ এপ্রিল) বেলা ১১ টায় কুমিল্লা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার তন্তর বাসষ্ট্যা্ন্ডে তারা মানববন্ধন করে। মানববন্ধনে স্থানীয় ছতুরা-চান্দপুর স্কুল এন্ড কলেজ, ভাটামাথা আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও জেলা কমিউনিস্ট পার্টির (সিপিবি) নেতারা অংশ নেয়।
ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্র ইউনিয়নের আহবায়ক আলী হোসেন জিহাদের নেতৃত্বে অনুষ্ঠিত মানবন্ধনে বক্তব্য রাখেন জেলা কমিউনিস্ট পার্টির সভাপতি শাহরিয়ার মো. ফিরোজ, সাধারণ সম্পাদক সাজিদুল ইসলাম, ছতুরা-চান্দপুর স্কুল এন্ড কলেজের উপাধ্যক্ষ মানিক ভূইয়া, ভাটামাথা আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক আফজাল হোসেন শিপন, ছাত্র ইউনিয়নের সদস্য কলেজ শিক্ষার্থী আরাফাত সরকার, আশিকুজ্জামান, ছতুরা-চান্দপুর স্কুল এন্ড কলেজের ছাত্রী বৈশাখী রহমান হিমা, রিমা নিয়াজ, ভাটামাথা আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী সাইফুল ইসলাম, রবিন, সজিব ও আয়েশা সিদ্দিকা।
বক্তারা বলেন, তনু হত্যার বিচার না হলে অদুর ভবিষ্যতে এদেশে নারী শিক্ষা হুমকির সম্মুখীন হয়ে পড়বে। তনু হত্যার সকল দায় পুরো জাতির। এ দায় আমরা যেমন এড়াতে পারি না তেমনি সরকারও এড়াতে পারবে না। তারা ক্যান্টনমেন্ট এলাকায় ঘটা তনু হত্যাকান্ডের বিষয়ে সেনাবাহিনীর অবস্থান আরও সুস্পষ্ট করার দাবি জানান।