Main Menu

আখাউড়ায় ১৫ পরিবারের ওপর হামলা, আতঙ্ক

+100%-

1433331994-520x360ডেস্ক ২৪:: ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় চুরির ঘটনাকে কেন্দ্র করে অন্তত ১৫টি নিরীহ পরিবারের বাড়িঘরে হামলা চালানো হয়েছে। লাঞ্ছিত করা হয়েছে নারীদের। এতে ওই সব পরিবারের লোকজন আতঙ্কে রয়েছেন। আবারও হামলার ভয়ে তাঁরা বাড়ি থেকে বের হচ্ছেন না।

খোঁজ নিয়ে জানা গেছে, ধরখার গ্রামে চুরির ঘটনায় পাশের রানীখার গ্রামের এক যুবককে অভিযুক্ত করা হয়। এ নিয়ে ভুক্তভোগী পরিবারের লোকজনের সঙ্গে অভিযুক্তের গোষ্ঠীর লোকজনের বিরোধ দেখা দেয়। গত রবিবার দুপুরে অভিযুক্তের পক্ষ নিয়ে শতাধিক লোক দেশীয় অস্ত্রসহ ধরখার গ্রামের মানিক মিয়া, এরশাদ মিয়া, আব্দুল হক, মালু মিয়া, নোয়াব মিয়া, ওহাব মিয়া, ছোটন মিয়া, শুক্কু মিয়া, হামিদুল হক, সাচ্চু মিয়া, আশেদা বেগম ও জাহের মিয়ার বাড়িতে হামলা ও লুটপাট চালায়।

ভুক্তভোগীরা অভিযোগ করেন, রতন চৌধুরী, ইকবাল, ফারুক মিয়া ও জানু মিয়ার নেতৃত্বে শত শত লোক এসে দিনদুপুরে হামলা চালায়। বাড়িতে থাকা নারীদের লাঞ্ছিত করে। পুরুষদের মারধর না করলেও অস্ত্রের মুখে ভয়ভীতি দেখায়।






Shares