Main Menu

আখাউড়ায় তওবা করে ব্যবসা ছাড়লেন মাদক ব্যবসায়ীরা

+100%-

আখাউড়া পৌরসভার ৯নং ওয়ার্ডের তারাগন গ্রামের মাদক ব্যবসায়ীদেরকে তারাগন দরবার শরীফ জামে মসজিদে জুম্মা নামাজের পর কোরআন শরীফ হাতে নিয়ে তওবা ও শপথ করানো হয় সামাজিকভাবে মাদক ব্যবসা না করার জন্য। সকল মাদক ব্যবসায়ী ক্ষমা চান গ্রামবাসীর নিকট ও জীবনে আর মাদক ব্যবসা না করার অঙ্গীকার করেন। তওবা সমাপ্তির পর মসজিদে মাদক ব্যবসায়ীদের জন্য বিশেষ দোআ করা হয়।

পূর্বের খবরঃ-

তারাগন গ্রামের ৬জনের মধ্যে ৬জন মাদক ব্যবসায়ী আত্মসমর্পণ করে আখাউড়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তারর নিকট। এবং উনারা মাদক ব্যবসা ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরে আসার অঙ্গীকার করেন। আত্মসমর্পণের সময় আখাউড়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা তাদের প্রত্যেকের তিনশত টাকার স্টাম্পে স্বাক্ষর, ভোটার আইডি কার্ডের ফটোকপি ও তিন কপি পাসপোর্ট সাইজের ছবি জমা রাখেন। এবং আগামীকাল শুক্রবার বাদ জুম্মা তারাগন দরবার শরীফ জামে মসজিদে তওবা করানোর ব্যবস্থা করেন যা আগামীকাল বাস্তবায়ন করা হবে। তারাগন গ্রাম মাদক মুক্ত গ্রাম হবে এই ঘোষনার বাস্তবায়নও করার অঙ্গীকার করেন মাদক ব্যবসায়ীরা। এবং অচিরেই তারাগন গ্রামকে মাদক মুক্ত গ্রাম হিসেবে ঘোষনা করা হবে।






Shares