আখাউড়ায় কল্লা শহীদ (র.) মাজারের ওরশ স্থগিত
আখাউড়ায় শাহ পীর কল্লা শহীদ (র.) মাজার শরীফের সাত দিনব্যাপী বার্ষিক ওরশ স্থগিত করেছে মাজার পরিচালনা কমিটি। শনিবার থেকে ওরশ শুরু হওয়ার কথা ছিল।
শুক্রবার সকালে মাজার শরীফ হলরুমে সাংবাদিক সম্মেলনের মাধ্যমে ওরশ স্থগিতের বিষয়টি জানানো হয়। সংবাদ সম্মেলনে কমিটির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম খাদেম মিন্টু লিখিত বক্তব্য পাঠ করেন।
লিখিত বক্তব্যে মাজার সম্পাদক রফিকুল ইসলাম খাদেম বলেন, ১০ আগস্ট থেকে ১৬ আগস্ট পর্যন্ত সাত দিন কল্লা শহীদ (র.) মাজার শরীফের বার্ষিক ওরশ অনুষ্ঠিত হয়ে থাকে। কিন্তু দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনা করে মাজার কমিটির এক সভায় এ বছর ওরশ স্থগিত রাখার সিদ্ধান্ত হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও মাজার কমিটির সভাপতি মো. হাবিবুর রহমান। যেহেতু এ বছর ওরশ অনুষ্ঠিত হবে না তাই এ সময়ে ভক্ত-আশেকানকে মাজার শরীফে না আসার জন্য অনুরোধ করেন তিনি।
এদিকে, মাজার পরিচালনা কমিটির সিনিয়র সহ-সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার গাজালা পারভীন রুহী ওরশ স্থগিতের বিষয়ে এক গণবিজ্ঞপ্তি জারি করেছেন। গণবিজ্ঞপ্তিতে ওরশ স্থগিত করায় ভক্তদের ১০ থেকে ১৬ আগস্ট পর্যন্ত খড়মপুর মাজারে না আসার জন্য অনুরোধ করা হয়েছে।
এ সময় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন মাজার কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মোবাশ্বের আহমেদ খাদেম, এম. এন. এইচ দুলাল খাদেম, রুস্তম কামরান খাদেম, মোজাম্মেল হক খাদেম, সাইফুল ইসলাম খাদেম রোজভেল্ট, সুহেল খান খাদেম, সোহাগ খান খাদেম ও শাকির উদ্দিন খাদেম প্রমুখ।
উল্লেখ্য, আখাউড়া পৌর শহরের খড়মপুরস্থ হযরত শাহ ছৈয়দ আহাম্মদ গেছুদারাজ প্রকাশ্য শাহ পীর কল্লা শহীদ (র.) মাজার শরীফের সারা দেশে ব্যাপক পরিচিতি রয়েছে। প্রতিবছর ওরশ উপলক্ষে দেশ-বিদেশ থেকে কয়েক লাখ ভক্ত-আশেকানরা সমাগত হয় এই মাজারে। ওরশ উপলক্ষে জিকির আজকার, ওয়াজ মাহফিল ও ওরশের পঞ্চম দিনে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়ে থাকে। এছাড়া ওরশকে কেন্দ্র করে মাজার সংলগ্ন মাঠে মেলা বসে।