ভারতে নির্বাচনের কারনে আখাউড়া স্থলবন্দরে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ
ভারতের আগরতলায় পৌরসভা নির্বাচন হওয়ায় আগামীকাল বুধবার ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে।
আখাউড়া স্থলবন্দরের আমদানি-রফতানিকারক সমিতির সাধারণ সম্পাদক মনির হোসেন বাবুল বলেন, বুধবার ভারতের ত্রিপুরা রাজ্যের রাজধানী আগরতলায় পৌর নির্বাচন অনুষ্ঠিত হবে। এজন্য দুই দেশের ব্যবসায়ীদের সিদ্ধান্ত অনুযায়ী আখাউড়া-আগরতলা বন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ থাকবে।
আখাউড়া স্থলবন্দরের সহকারী শুল্ক কর্মকর্তা মিজানুর রহমান জানান, বন্দরের আমদানি রপ্তানি কার্যক্রম বন্ধ থাকলেও এসময় দুই দেশের পাসপোর্ট যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে। বৃহস্পতিবার সকাল থেকে ফের দেশের অন্যতম বৃহৎ ও শতভাগ রফতানিমুখী এ স্থলবন্দরের কার্যক্রম শুরু হবে।
« ব্রাহ্মণবাড়িয়া মুক্ত দিবস : এইদিনে শহর হানাদার মুক্ত হয়। শহরটি পরিণত হয়েছিল ধ্বংস্তুপে (পূর্বের সংবাদ)
(পরের সংবাদ) আখাউড়ায় ছেলেসহ বিএনপি নেতা আটক »