Main Menu

আখাউড়ায় উপজেলা চেয়ারম্যানের ভাতিজার বাড়ি থেকে বিপুল পরিমান মাদকদ্রব্য ও নগদ টাকা উদ্ধার

+100%-

জেলার আখাউড়ায় কাপ্তান ভূঁইয়া নামে এক শীর্ষ মাদক ব্যবসায়ীর বাড়িতে অভিযান চালিয়ে বিপুল পরিমান মাদকদ্রব্য উদ্ধার করেছে বিজিবি। তিনি উপজেলা চেয়ারম্যান আবুল কাশেম ভূঁইয়ার ভাতিজা। অভিযানে মাদকের বস্তার সঙ্গে রক্ষিত নগদ ৩ লাখ ৪২ হাজার ১৮০ টাকা, ১ হাজার ৩০৫ পিস ইয়াবা, ১২১ বোতল ফেন্সিডিল, ৮ কেজি গাঁজা ও ৪০ বোতল স্কফ সিরাপ উদ্ধার করা হয়।শনিবার সন্ধ্যায় উপজেলার সীমান্তবর্তী দক্ষিণ ইউনিয়নের কুড়িপাইকা গ্রামের বাড়িতে এ অভিযান চালানো হয়।

জানা গেছে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শনিবার সন্ধ্যায় কাপ্তানের সীমন্তবর্তী ওই বাড়িতে ফকিরমুড়া বিজিবি ক্যাম্পের জওয়ানদের সঙ্গে নিয়ে গঙ্গাসাগর ২৫বিজিবি ক্যাম্পের ক্যাম্প কমান্ডার রবিউল ইসলাম অভিযান চালায়।। অভিযানের খবর পেয়ে কাপ্তানসহ তার আরো সহযোগী পালিয়ে যায়। পরে মাদক উদ্ধার শেষে ৪ জনের বিরুদ্ধে আখাউড়া থানায় মাদক আইনে মামলা দায়ের করেছে বিজিবি।

আসামীরা হলেন ছোট কুড়িপাইকা গ্রামের মৃত আবদুল আজিজের ৪ ছেলে যথাক্রমে মো: কাপ্তান মিয়া(৪০),মোঃ: নজু মিয়া (৫০),মো: কায়কোবাদ (৩২)ও কাউসার মিয়া (৩৮)।

নায়েব সুবেদার রবিউল ইসলাম জানান, অভিযানের টের পেয়ে মাদক ব্যবসায়ীরা পালিয়ে যেতে সক্ষম হয়। পরে ওদের ৪ জনকে পলাতক আসামি করে উদ্ধারকৃত মাদকদ্রব্য রাতেই আখাউড়া থানায় সোপর্দ করা হয়েছে।

আখাউড়া থানা অফিসার ইনচার্জ রসুল আহমেদ নিজামী বলেন, এর আগেও কাপ্তানের নামে মাদক চোরাচালানের একাধিক মামলা রয়েছে। আখাউড়ার সীমান্ত এলাকায় মাদক চোরাকারবারিদের বিরুদ্ধে আমরা কঠোর অবস্থান নিয়েছি।অভিযোগ পাওয়ার সাথে সাথে পদক্ষেপ নেয়া হচ্ছে।






Shares