Main Menu

আখাউড়ায় এক নারীকে আগুনে পুড়িয়ে হত্যার অভিযোগ

+100%-

ঘটনায় ফারহান রনি নামে এক যুবককে আটক করেছে পুলিশ। জানা গেছে, রনি আখাউড়া দক্ষিণ ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক শাহনেওয়াজ ভূইয়ার ছেলে।

আখাউড়ায় গর্ত থেকে এক নারীর আগুনে পুড়ে যাওয়া মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

আজ মঙ্গলবার (২৪ ডিসেম্বর) সকালে উপজেলার গাজীরবাজার এলাকায় এ ঘটনা ঘটে। নিহতের নাম হরলুজা বেগম (৫০)। তিনি আখাউড়া উপজেলার হীরাপুর গ্রামের নুরুল ইসলামের স্ত্রী।

এ ঘটনায় ফারহান রনি নামে এক যুবককে আটক করেছে পুলিশ। রনি আখাউড়া দক্ষিণ ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক শাহনেওয়াজ ভূইয়ার ছেলে। তবে কী কারণে ওই নারীকে হত্যা করা হয়েছে- তা এখনও স্পষ্ট নয় বলে পুলিশ জানিয়েছে। মঙ্গলবার ভোররাতের কোনো এক সময় ওই নারীকে হত্যা করে মরদেহ আগুনে পোড়ানো হয় বলে ধারণা করছে পুলিশ।

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, গাজীর বাজার এলাকার এনামুল ও রোমান নামে দুই ভাইয়ের কয়েকটি রাজহাঁস চুরি হয়। মঙ্গলবার সকালে তারা চুরি যাওয়া রাজহাঁস খুঁজতে যুবলীগ নেতা শাহনেওয়াজ ভূঁইয়ার বাড়িতে যান। সেখানে তারা ভাঙা ও পরিত্যক্ত টিনের ঘর থেকে ধোঁয়া উঠতে দেখেন এবং পোড়া গন্ধ পান। এসময় ওই ঘরের পাশে উপস্থিত থাকা যুবলীগ নেতার ছেলে রনি জানায়, সে শুকনো পাতায় আগুন দিয়েছে। তবে এনামুল ও রোমান তার কথায় বিশ্বাস না করে ঘরে ঢুকে ভেতরে কী হচ্ছে দেখতে চাইলে রনি তাদের বাঁধা দেয় এবং মারধরের হুমকি দেয়। এতে সন্দেহ আরও ঘনীভূত হলে তারা দুই ভাই কিছু সময়ের মধ্যেই গ্রামের আরও কয়েকজনকে নিয়ে গর্তের মধ্যে মানবদেহ পুড়তে দেখে চমকে যান। পরে বিষয়টি পুলিশকে জানানো হলে মরদেহটি উদ্ধার করা হয়।

আখাউড়া থানার পরিদর্শক (তদন্ত) শাহীনূর ইসলাম জানান, রনির দেয়া তথ্যমতে ঘটনাস্থলের পার্শ্ববর্তী একটি জমি থেকে ওই নিহত নারীর কাটা মাথা উদ্ধার করা হয়। মাথা দেখেই তার পরিচয় সনাক্ত করা হয়েছে। তবে কী কারণে এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছে- তা এখনও স্পষ্ট করে জানা যায়নি। আটক রনিকে এ বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।






Shares