Main Menu

২০০ বোতল ফেন্সিডিলসহ রমজান গ্রেফতার

+100%-

ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর থানাধীন সিঙ্গারবিল বাজার এলাকা থেকে ২০০ বোতল ফেনসিডিলসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-৯ এর সদস্যরা।

গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে র‌্যাব।

গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী হলেন মোঃ রমজান মিয়া ইয়াছিন (৩০)। তিনি আখাউড়া উপজেলার আমোদাবাদ গ্রামের মৃত শামছু মিয়ার ছেলে।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সোমবার ১০ মার্চ গোপন সংবাদের ভিত্তিতে অভিযানিক দল আনুমানিক রাত ১:৩০ মিনিটে বিজয়নগর থানাধীন সিঙ্গারবিল বাজার এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়। এ সময় তার হেফাজত থেকে ২০০ বোতল ফেনসিডিল উদ্ধারপূর্বক জব্দ করা হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, এ বিষয়ে বিজয়নগর থানায় জব্দকৃত আলামতসহ সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে।