১২ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অভিযানে গাঁজা, ফেনসিডিল, হুইস্কি এবং মোটাতাজাকরণ ট্যাবলেট উদ্ধার
ডেস্ক ২৪:: ২০ এপ্রিল ২০১৬ তারিখ ১২ বর্ডার গার্ড ব্যাটালিয়ন, সরাইল কর্তৃক রাতভর অভিযান পরিচালনা করে ৮০ বোতল ফেনসিডিল, ৯৭ বোতল হুইস্কি, গাঁজা ১৮ কেজি এবং ২৮,১১০ পিচ মোটাতাজাকরণ ট্যাবলেট আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
২০ এপ্রিল ২০১৬ তারিখ ভোর ৪ টায় আজমপুর সীমান্ত ফাঁড়ীর নায়েক মোঃ বদিউল আলম এর নেতৃত্বে আখাউড়া উপজেলার কাশিনগর সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করে ৮০ বোতল ফেনসিডিল, ১৮ কেজি গাঁজা এবং ২২ বোতল হুইস্কি আটক করেছে বিজিবি জওয়ানেরা।
অপরদিকে একটি পৃথক অভিযান পরিচালনা করে হাবিলদার মোঃ কামরুজ্জামান এর নেতৃত্বে বিজয়নগর উপজেলার আলীনগর সীমান্ত ফাঁড়ীর বিজিবি জওয়ানরা বিষ্ণুপুর সীমান্ত এলাকা থেকে ২৮,১১০ পিচ মোটাতাজাকরণ ট্যাবলেট উদ্ধার করেছে। এছাড়া মঈনপুর সীমান্ত ফাঁড়ীর অভিযানে ৭৫ বোতল হুইস্কি আটক করেছে বিজিবি জওয়ানেরা। এই অভিযান পরিচালনার সময় কাউকে আটক করতে পারেনি বিজিবি সদস্যরা।
এ ব্যাপারে ১২ বিজিবি’র অধিনায়ক লেঃ কর্ণেল শেখ ফরহাদুজ্জামান এর সাথে যোগাযোগ করা হলে তিনি মাদক আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।