Main Menu

১২ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অভিযানে হুইস্কি এবং ফেনসিডিল উদ্ধার

+100%-

07-4-16ডেস্ক ২৪:: ০৭ এপ্রিল ২০১৬ তারিখ ১২ বর্ডার গার্ড ব্যাটালিয়ন, সরাইল কর্তৃক দিনভর চোরাচালান প্রতিরোধ অভিযান পরিচালনা করে ২৩৯ বোতল হুইস্কি এবং ৯০ বোতল ফেনসিডিল আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

০৭ এপ্রিল ২০১৬ তারিখ দুপুর ২টায় বিষ্ণুপুর সীমান্ত ফাঁড়ীর নায়েক মোঃ মোস্তাফিজুর রহমান এর নেতৃত্বে বিজয়নগর উপজেলার কালাছড়া এলাকায় অভিযান পরিচালনা করে ১৪৩ বোতল হুইস্কি এবং চন্ডিদার সীমান্ত ফাঁড়ির হাবিলদার মোশারফর হোসেনর এর নেতৃত্বে কসবা উপজেলার আকবপুর সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করে ৯৬ বোতল হুইস্কি আটক করেছে বিজিবি জওয়ানেরা। অপরদিকে একটি পৃথক অভিযান পরিচালনা করে নায়েক মোঃ সেলিম রেজা এর নেতৃত্বে কসবা উপজেলার গুরুহীত এলাকা থেকে ৯০ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে বিজিবি সদস্যরা। এই অভিযান পরিচালনার সময় কাউকে আটক করতে পারেনি বিজিবি।

এ ব্যাপারে ১২ বিজিবি’র অধিনায়ক লেঃ কর্ণেল শেখ ফরহাদুজ্জামান এর সাথে যোগাযোগ করা হলে তিনি হুই¯ি ‹ এবং ফেনসিডিল আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।






Shares